অপরূপ মিরসরাইয়ের রূপসী ঝরনা
ঝরনার রানি হিসেবে পরিচিত চট্টগ্রামের মিরসরাই উপজেলার রূপসী ঝরনা।
-
উপজেলার সর্ব দক্ষিণে বড় দারোগারহাটের উত্তরে পাহাড়ের কোলে অবস্থিত এক দৃষ্টিনন্দন ও অনিন্দ্যসুন্দর জলপ্রপাত। মিরসরাইয়ের অন্যান্য ঝরনার চেয়ে এই ঝরনায় যাওয়া অনেকটাই সহজ। ছবি: এম মাঈন উদ্দিন
-
ঝরনায় যাওয়ার পথে দৃষ্টিনন্দন ছড়া, দু’পাশের দণ্ডায়মান পাহাড়, সবুজ প্রকৃতি, গুহার মতো ঢালু ছড়া, তিনটি ভিন্ন ভিন্ন অপরূপ ঝরনা রূপসীর সৌন্দর্যকে অন্য ঝরনা থেকে আলাদা করেছে। ছবি: এম মাঈন উদ্দিন
-
মিরসরাইয়ের পাহাড়ি প্রাকৃতিক অন্যান্য ঝরনায় সব বয়সীরা যেতে না পারলেও এখানে দূর-দূরান্ত থেকে প্রতিদিন ছুটে যাচ্ছেন শত শত পর্যটকরা। ছবি: এম মাঈন উদ্দিন
-
বৃষ্টির পানিতে এখন ঝরনা তার আসলরূপে ফিরে গেছে। বছরের অন্য সময় ঝরনায় পানি কিছুটা কম থাকলেও এখন পানিতে ভরপুর। ছবি: এম মাঈন উদ্দিন
-
ঝরনায় গিয়ে কূপে গোসল করে যেন ক্লান্তি বিদায় করার প্রতিযোগিতায় নেমেছে সবাই। ছবি: এম মাঈন উদ্দিন
-
নগরের সব ক্লান্তি ধুয়ে-মুছে দিচ্ছে ঝরনার পানি। ছবি: এম মাঈন উদ্দিন
-
আনন্দে মেতেছেন তারা। ছবি: এম মাঈন উদ্দিন