উঠানে রঙিন মাছ চাষ
বাহারি রঙের বিদেশি মাছের চাষাবাদে মাসে বাড়তি আয় করছেন নীলফামারী সদরের রামগঞ্জ বাজার এলাকার তরুণ উদ্যোক্তা আবু রায়হান।
-
শখের বশে বাড়ির উঠানে রঙিন মাছ চাষ শুরু করলেও ব্যাপক সফলতা পেয়েছেন তরুণ এই উদ্যোক্তা। ছবি: ইব্রাহিম সুজন
-
শুরুতে বাড়ির উঠানের জন্য ৫০০ টাকায় ১০ পিস মিক্সগাপ্পি মাছ কেনেন। ছোট্ট পরিসরে প্রজেক্ট শুরু করলেও বর্তমানে ২১টি পাকা চৌবাচ্চায় করছেন চাষাবাদ। ছবি: ইব্রাহিম সুজন
-
বর্তমানে রায়হানের খামারে ৩০ প্রজাতির ২৫ হাজার রঙিন মাছ আছে। ছবি: ইব্রাহিম সুজন
-
চৌবাচ্চায় রঙিন মাছের যত্ন নিচ্ছেন রায়হান। ছবি: ইব্রাহিম সুজন
-
‘রঙিন মাছের খামার নীলফামারী’ নামের একটি ফেসবুক পেইজও রয়েছে তরুণ এই উদ্যোক্তার। ছবি: ইব্রাহিম সুজন
-
তার খামারের বিভিন্ন প্রজাতির মাছ আকারভেদে ১০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সারাদেশে অক্সিজেন ব্যাগে এসব রঙিন মাছ পরিবহন করা হচ্ছে। ছবি: ইব্রাহিম সুজন