বর্ষার ফুলে সেজেছে প্রকৃতি
টানা বৃষ্টির পরশে নতুন করে সেজে উঠেছে প্রকৃতি। পানিতে ভরে উঠেছে খাল-বিল। সবুজ পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে সুগন্ধি সব ফুল।
-
কদম, কেয়া, কামিনী, বেলি ও বকুলের মন মাতানো সুবাসে এখন মুখরিত চারপাশ। ছবি: মাহবুব আলম
-
ভরা বাদল দিনে ভেজা বাতাসে ভেসে বেড়াচ্ছে বেলি ফুলের সৌরভ। ছবি: মাহবুব আলম
-
সবুজ পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিয়ে আছে কাঠ গোলাপ। ছবি: মাহবুব আলম
-
নানা রঙের পর্তুলিকা, ঘাসফুল, নয়নতারা, মোরগঝুঁটি, কলাবতী ও অলকানন্দারও দেখা মেলে বর্ষাতে। ছবি: মাহবুব আলম
-
আগের মৌসুমে ফোটা গন্ধরাজ, রঙ্গন, রক্তজবা, টগর, শ্বেতকাঞ্চন বা ঘণ্টাফুলের উজ্জ্বলতা ম্লান হয়নি এখনও। ছবি: মাহবুব আলম
-
আগের মৌসুমে ফোটা গন্ধরাজ, রঙ্গন, রক্তজবা, টগর, শ্বেতকাঞ্চন বা ঘণ্টাফুলের উজ্জ্বলতা ম্লান হয়নি এখনও। ছবি: মাহবুব আলম
-
শুধু বাড়ি কিংবা পথের পাশের গাছেই নয়, বাহারি সব ফুল ফুটে আছে রাজধানীর বিভিন্ন নার্সারিতেও। ছবি: মাহবুব আলম
-
রাজধানীর নতুন বাজার ভাটার এলাকার নার্সারি থেকে চারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন অনেকেই। ছবি: মাহবুব আলম