সুনামগঞ্জে বাড়ছে আনারসের উৎপাদন
সুনামগঞ্জের পাহাড়ি এলাকায় বছরে বছরে বাড়ছে আনারসের উৎপাদন। এতে লাভবান হচ্ছেন চাষিরা। বদলাতে শুরু করেছে দুর্গম এলাকার অর্থনীতির চাকা।
-
রসালো আনারসের জন্য পরিচিতি পেয়েছে পাহাড়ের সীমান্তবর্তী গ্রাম হাসাউড়া। এ গ্রাম ছাড়াও আশেপাশের চারটি গ্রামের মানুষ আনারস চাষ করেন। মূলত হাসাউরা, পেচাকোনা, বানাইগাঁও, দর্পগ্রাম, মাঠগাঁও গ্রাম মিলে আছে শতাধিক পাহাড়ি পতিত টিলা। হাসাউরা থেকে শুরু হয়ে এ টিলা শেষ হয় মাঠগাঁও গিয়ে। ছবি: লিপসন আহমেদ
-
পাহাড়ি অঞ্চলের রসে, ঘ্রাণে ও স্বাদে ভরা আনারস এরই মধ্যে সুনামগঞ্জ শহরসহ প্রত্যন্ত এলাকার হাট-বাজারে উঠতে শুরু করেছে। আকারভেদে এসব আনারস ২৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪৫ টাকা বিক্রি করা হচ্ছে। ছবি: লিপসন আহমেদ
-
কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে পাহাড়ি টিলায় প্রায় চার হাজার মেট্রিক টন আনারস উৎপাদন হয়েছে। যার বাজার মূল্য ১৬ কোটি টাকা। ছবি: লিপসন আহমেদ
-
ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে চাষিদের মুখে। এমনকি আনারসের বাম্পার ফলনে চাষিদের ভাগ্য বদলের পাশাপাশি বদলে যাচ্ছে পাহাড়ি এলাকার প্রান্তিক পর্যায়ের অর্থনীতি। ছবি: লিপসন আহমেদ
-
নৌকায় করে রসালো আনারস বাজারে আনতে ব্যস্ত চাষিরা। ছবি: লিপসন আহমেদ