পর্যটকে মুখর খৈয়াছড়া ঝরনা
বর্ষায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার পাহাড়ি প্রাকৃতিক ঝরনাগুলো যৌবন ফিরে পাওয়ায় ভ্রমণপিপাসুরা ছুটছেন তা প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে। তার মধ্যে সবচেয়ে বেশি পর্যটক যাচ্ছেন ঝরনার রানি হিসেবে খ্যাত খৈয়াছড়া ঝরনায়।
-
প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে যাচ্ছেন খৈয়াছড়া ঝরনা দেখতে। ছবি: এম মাঈন উদ্দিন
-
ঝরনার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটে যাচ্ছেন সব বয়সী পর্যটকরা। ছবি: এম মাঈন উদ্দিন
-
ঝরনার শীতল পানিতে শরীর ভিজিয়ে আনন্দে মেতেছেন তারা। ছবি: এম মাঈন উদ্দিন
-
ছলাৎ-ছলাৎ শব্দে বয়ে চলা ঝরনা ধারায় গা ভিজিয়ে নিজেকে সতেজ করে নিচ্ছেন পর্যটকরা। ছবি: এম মাঈন উদ্দিন
-
কেউ কেউ আবার ক্যামেরা বন্দি করছেন আনন্দের মুহূর্তকে। ছবি: এম মাঈন উদ্দিন
-
পাহাড়ের সবুজ রং আর ঝরনার স্বচ্ছ পানি মিশে মিশে একাকার হয়েছে প্রাকৃতিক আট স্তর বিশিষ্ট এ ঝরনায়। ছবি: এম মাঈন উদ্দিন
-
প্রকৃতির নান্দনিক তুলিতে আঁকা এ ছবি দেখে মুগ্ধ হচ্ছেন দেশের ভ্রমণপিপাসুরা। ছবি: এম মাঈন উদ্দিন
-
ছুটির দিনে ৩-৪ হাজার পর্যটকের সমাগম ঘটে এই ঝরনায়। ছবি: এম মাঈন উদ্দিন