পর্যটকে মুখরিত নাপিত্তাছড়া ঝরনা
পর্যটকদের পদচারণায় মুখর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম নিদর্শন চট্টগ্রামের মিরসরাই উপজেলার নাপিত্তাছড়া ঝরনা।
-
ঈদের ছুটিতে এ ঝরনার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে এখানে ছুটে যাচ্ছে শত শত পর্যটক। ছবি: এম মাঈন উদ্দিন
-
বৃষ্টির পানিতে ঝরনা ফিরে পেয়েছে ভরা যৌবন। ছবি: এম মাঈন উদ্দিন
-
বর্ষায় নিজের পুরো সৌন্দর্যটুকু মেলে ধরেছে নাপিত্তাছড়া ঝরনা। ছবি: এম মাঈন উদ্দিন
-
যাওয়ার পথের ছড়া থেকে শুরু থেকে ঝরনার উৎপত্তিস্থল পর্যন্ত স্বচ্ছ পানিতে ভরা। মাঝে মধ্যে ছোট-বড় পাথর বেয়ে যেমন পথচলা কিছুটা কষ্টকর, তেমনই আনন্দ পাওয়া যায়। ছবি: এম মাঈন উদ্দিন
-
নাপিত্তাছড়া ঝরনায় আছে চমৎকার ট্র্যাকিং আর প্রকৃতি দেখার অপার সুযোগ। তাই তো দেশের যে কোনো স্থান থেকে মিরসরাইয়ের নয়দুয়ার এলাকায় নেমে লোকজন ছুটছে পূর্বদিকে পাহাড়ে। ছবি: এম মাঈন উদ্দিন
-
বড় বড় পাথর আর পানি সঙ্গে বিশাল পাহাড়ের খাদ। দু’পাশে পাহাড় আর মাঝখানে সরু রাস্তা। প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখে জুড়িয়ে যাবে মন। ছবি: এম মাঈন উদ্দিন
-
কাঁধে ব্যাগ, হাতে ছোট একটি কঞ্চি নিয়ে ছুটছেন তারা। ছবি: এম মাঈন উদ্দিন
-
আনন্দে মেতে উঠেছে সবাই। ছবি: এম মাঈন উদ্দিন
-
অনেকেই ক্যামেরাবন্দি করে রাখছেন নিজেদের সুন্দর এই মুহূর্তকে। ছবি: এম মাঈন উদ্দিন