সবুজের সাজানো রাজ্য
বিশাল সব নয়নাভিরাম সবুজ পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া আঁকাবাঁকা পিচঢালা পথ। দখিনা বাতাসের সঙ্গে কানে ভেসে আসছে পাখিদের কিচিরমিচির শব্দ। এমনই দৃশ্যের দেখা মিলবে নারায়ণহাট সড়কে।
-
চট্টগ্রামের মিরসরাই ও ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট সড়কটির দৈর্ঘ্য ১৯ কিলোমিটার। এ সড়ক ধরে যাওয়ার পথে মাতাল হাওয়ায় দেহ ও মন জুড়িয়ে যাবে। ছবি: এম মাঈন উদ্দিন
-
যতদূর চোখ যায় শুধু পাহাড়ের ভাঁজে ভাঁজে সবুজ আর সবুজ। ছবি: এম মাঈন উদ্দিন
-
সড়কের দু’পাশে সেগুন, গর্জন, চাপালিশ, জারুল আর হরেক রকম বুনো গাছের সারি। বুনো ফুল, ফল ও লতা-গুল্মের বুনন সবখানে। ছবি: এম মাঈন উদ্দিন
-
সড়কঘেঁষা পাহাড়গুলোতে গাঢ় সবুজের সমারোহ দেয় চোখের প্রশান্তি। স্বীকৃত কোনো পর্যটনকেন্দ্র না হলেও এ সড়কের সৌন্দর্য দেখতে দিন দিন বাড়ছে পর্যটক। ছবি: এম মাঈন উদ্দিন
-
নিরিবিলি এই সড়কের প্রায় পুরোটাই পাহাড়ি পথ। সড়কের দু’পাশেই ঘন জঙ্গলে ভরা। কখনো সড়ক ছেড়ে নামলেই চোখে পড়ে পাহাড়ি ঝরনার কলতান। ছবি: এম মাঈন উদ্দিন
-
মূলত মিরসরাই ও ফটিকছড়ি উপজেলার বনজীবী মানুষদের যাতায়াতের অন্যতম একটি পথ হিসেবে ব্যবহার হতো এটি। এখন ব্যবসা-বাণিজ্য, চিকিৎসাসহ নানা কাজে দুই উপজেলার মধ্যে সেতুবন্ধ তৈরি করেছে এ সড়ক। ছবি: এম মাঈন উদ্দিন