ছাদ বাগানে ঝুলছে আঙুর
শখের বশে বাড়ির ছাদে আঙুর বাগান গড়ে তুলেছেন সীতাকুণ্ডের এমাদ উদ্দিন চৌধুরী বিটু।
-
শখের বশে বাড়ির ছাদে আঙুর বাগান গড়ে তুলেছেন সীতাকুণ্ডের এমাদ উদ্দিন চৌধুরী বিটু।
-
প্রথমদিকে বাগান নিয়ে সংশয়ে থাকলেও ফলন আসায় বেশ খুশি এমাদ উদ্দিন। ছবি: এম মাঈন উদ্দিন
-
অন্যদিকে সীতাকুণ্ডে প্রথম আঙুর চাষে ছাদ বাগানের সফলতা দেখে উচ্ছ্বসিত কৃষি বিভাগও। ছবি: এম মাঈন উদ্দিন
-
জানা গেছে, বাগানটি গড়ে তোলা হয়েছে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাকা মসজিদ এলাকার মুন্সি সাদেক আলী চৌধুরীর বাড়িতে। ছবি: এম মাঈন উদ্দিন
-
সৌখিন চাষি এমাদ উদ্দিন তার বাগানে ৫৫ জাতের আঙুর চাষ করেছেন। ছবি: এম মাঈন উদ্দিন
-
তার বাগানে বাইকুনুর, আত্তিকা, প্লামিনকো, ডিক্সন, ডাশুনিয়া, গুরি, গ্রিন লং, লোরাস, একাডেমিক, ট্রান্সফিগারেশন, দোভস্কি পিংক, ফ্লেম সিডলেস, লিচি ফ্লেভার প্রভৃতি জাতের আঙুর আছে। তিনি এসব গাছ সংগ্রহ করেছেন আমেরিকা, ইউক্রেন, জাপান, চীন ও ভারত থেকে। ছবি: এম মাঈন উদ্দিন
-
তার বাগান দেখতে প্রায়ই ভিড় জমান অনেকে। ছবি: এম মাঈন উদ্দিন