তরমুজের নাম ‘ব্লাক বেবী’
প্রকাশিত: ১১:৫৮ এএম, ১৫ জুন ২০২৪
আপডেট: ১১:৫৮ এএম, ১৫ জুন ২০২৪
শখের বসে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গার কৃষক মো. আব্দুর রব। আব্দুর রবের সাফল্য দেখে অন্য কৃষকরাও আগ্রহ দেখাচ্ছেন।
-
অসময়ে মাচায় ঝুলছে কালো রংয়ের তরমুজ। ছবি: মুজিবুর রহমান ভুইয়া
-
বিষমুক্ত ও পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে এক খণ্ড জমিতে ‘এ’ আকৃতির মাচার ওপরে সবুজ পাতার নিচে ঝুলছে কালো রঙের ‘ব্লাক বেবী’ জাতের তরমুজ। ছবি: মুজিবুর রহমান ভুইয়া
-
মাচায় ঝুলে থাকা তরমুজের ভারসাম্য রক্ষায় প্রতিটি তরমুজকে লাল জালি দিয়ে ঝুলানো হয়েছে। ছবি: মুজিবুর রহমান ভুইয়া
-
জানা গেছে, আগে এ জমিতে আলু, ঝিঙাসহ বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করা হতো। ছবি: মুজিবুর রহমান ভুইয়া