জীববৈচিত্র্য সমৃদ্ধ লাউয়াছড়া
নগর জীবনে হাঁপিয়ে ওঠা মানুষদের একঘেয়েমি দূর করতে জীববৈচিত্র্য ও বন্যপ্রাণীতে সমৃদ্ধ এক নান্দনিক স্থান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যান।
-
লাউয়াছড়া উদ্যানের পুরনো নাম ছিল পশ্চিম ভানুগাছ সংরক্ষিত বনাঞ্চল। মৌলভীবাজার রেঞ্জের আওতাধীন কমলগঞ্জ উপজেলার প্রায় ২ হাজার ৭৪০ হেক্টর এলাকা নিয়ে বিস্তৃত ছিল পশ্চিম ভানুগাছ সংরক্ষিত বনাঞ্চল। ছবি: মো. শাওন
-
লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রতিনিয়তই ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। উপভোগ করছেন এখানকার জীববৈচিত্র্য। ছবি: মো. শাওন
-
জীববৈচিত্র্যে ভরপুর এই পার্কে দেখা মেলে বিভিন্ন বিরল প্রজাতির পশু-পাখি। রয়েছে নানাজাতের বানরও। ছবি: মো. শাওন
-
বাংলাদেশের সাতটি বন্যপ্রাণী অভয়ারণ্য ও ১০টি জাতীয় উদ্যানের মধ্যে লাউয়াছড়া অন্যতম। চিরহরিৎ এই বনাঞ্চল বিলুপ্তপ্রায় উল্লুকের নিরাপদ আবাসস্থল। এ ছাড়াও নানা ধরনের দুর্লভ প্রাণী, কীটপতঙ্গ আর গাছপালার জন্য এই অরণ্য বিখ্যাত।
-
এ উদ্যানের নানা প্রজাতির জীবজন্তুর মধ্যে একটি হল কেশরওয়ালা ‘সিংহ বানর’ বা উল্টোলেজি বানর বা ছোট লেজি বানর। ছবি: মো. শাওন
-
পরম স্নেহে সন্তানকে জড়িয়ে ধরে রেখেছে মা বানরটি। ছবি: মো. শাওন