চারদিকে রিমালের ক্ষত
প্রকাশিত: ০২:০৭ পিএম, ১০ জুন ২০২৪
আপডেট: ০২:৫৮ পিএম, ১০ জুন ২০২৪
ঘূর্ণিঝড় রিমাল চলে গেলেও বরগুনার পাথরঘাটাতে রেখে গেছে ক্ষতচিহ্ন। সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন রুহিতা, পদ্মা ও হাড়িটানা গ্রামের বাসিন্দারা।
-
কোথাও বেড়িবাঁধ উপচে, কোথাও ভাঙা বাঁধ দিয়ে, কোথাও আবার নতুন করে বাঁধ ভেঙে এসব এলাকায় পানি ঢুকেছে। ছবি: আরিফুর রহমান
-
বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদীতে রিমাল চাপে পদ্মার অংশের বেড়িবাঁধ ভেঙে প্রায় আটটি গ্রাম প্লাবিত হয়েছে। ছবি: আরিফুর রহমান
-
পাথরঘাটাতে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় কয়েক হাজার মানুষ। ছবি: আরিফুর রহমান
-
ধস নেমেছে অনেক জায়গায়। ছবি: আরিফুর রহমান
-
ঝুঁকিপূর্ণ ওই এলাকার প্রায় ৫ কিলোমিটার রাস্তা। ছবি: আরিফুর রহমান
-
ঘূর্ণিঝড়ের সময় জীবন বাঁচাতে বাড়ি ছেড়েছেন অনেকে। ফিরে এসে দেখেন বাড়িতে নেই কিছুই। ছবি: আরিফুর রহমান