গোলাপি ও এলাচি লিচু
দিনাজপুরে বেদানা, বোম্বাই, মাদ্রাজি, কাঁঠালি, চায়না থ্রি জাতের লিচুর সঙ্গে নতুন করে চাষ হচ্ছে গোলাপি ও এলাচি জাতের লিচু।
-
রসে ভরপুর এ লিচুর শাঁস মোটা। মন মাতানো ঘ্রাণ আর একেকটি লিচু দেখতে রসগোল্লার মতো। ছবি: এমদাদুল হক মিলন
-
জানা যায়, জেলায় এবার লিচু চাষ হওয়া জমির পরিমাণ ৫ হাজার ৭৮৭ হেক্টর। যা গত বছরের তুলনায় ১০৭ হেক্টর বেশি। এবার প্রায় ৩৫ হাজার মেট্রিক টন লিচু উৎপান হবে। লিচু বিক্রি হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। ছবি: এমদাদুল হক মিলন
-
স্থানীয়রা জানান, সদর উপজেলার আইলিয়াপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের অ্যাডভোকেট জাকির হোসেনের বাগানে গোলাপি লিচুর সাতটি ও এলাচি লিচুর তিনটি গাছ আছে। তবে এ লিচু আর কোথাও চাষ হয় কি না, তা কেউ নিশ্চিত করতে পারেননি। ছবি: এমদাদুল হক মিলন
-
দেশে এ লিচু চাষের কোনো তথ্য পাওয়া যায়নি। ১৩ বছর আগে লাগানো ১০টি গাছে তিন বছর ধরে ফলন পাচ্ছেন অ্যাডভোকেট জাকির হোসেন। ছবি: এমদাদুল হক মিলন
-
গাছে থোকায় থোকায় ঝুললে রসালো লিচু। ছবি: এমদাদুল হক মিলন