বাঁধ ভেঙে তলিয়ে গেছে কয়রার ২০ গ্রাম
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রবল জোয়ারের চাপে বাঁধ ভেঙে খুলনার সুন্দরবনসংলগ্ন উপকূলীয় উপজেলা কয়রায় ২০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে।
-
জানা গেছে, রাতে জোয়ারের তীব্র চাপে মহেশ্বরীপুর ইউনিয়নের সিংহেরকোণা, মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেলাল গাজীর বাড়ির সামনের বাঁধ ভেঙে গেছে। ছবি: আলমগীর হান্নান
-
বাঁধ ভাঙার ফলে ভেসে গেছে শতাধিক চিংড়ির ঘের, ধসে গেছে কয়েকশ কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট, ভেঙেছে গাছপালা। ছবি: আলমগীর হান্নান
-
স্থানীয়রা জানান, বাঁধের দুর্বল অংশের ওই তিন স্থানে প্রায় ১৫০ মিটার ভেঙে নদীর নোনা পানিতে প্লাবিত হয়েছে এলাকা। ছবি: আলমগীর হান্নান
-
এছাড়া বাঁধের নিচু কয়েকটি জায়গা ছাপিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এসব জায়গায় এলাকার মানুষ রাতভর মেরামত কাজ চালিয়েছে। ছবি: আলমগীর হান্নান
-
এছাড়া বাঁধের নিচু কয়েকটি জায়গা ছাপিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এসব জায়গায় এলাকার মানুষ রাতভর মেরামত কাজ চালিয়েছে। ছবি: আলমগীর হান্নান