ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল
ঘূর্ণিঝড় ‘রিমাল’ আরও শক্তিশালী হয়ে এখন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
-
এদিকে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রশাসন। ছবি: এম মাঈন উদ্দিন
-
মিরসরাইয়ের জনগণের সুরক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে ৭৯টি আশ্রয়কেন্দ্র। ছবি: এম মাঈন উদ্দিন
-
সিপিপির টিম, স্বেচ্ছাসেবী সংগঠন, উপকূলবর্তী ইউনিয়নগুলোতে ইউপি চেয়ারম্যানদের সহায়তায় কাজ করছে। ঘূর্ণিঝড় সতর্কতায় মাইকিং করা হচ্ছে। ছবি: এম মাঈন উদ্দিন
-
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শনিবার দুপুরে ও রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ছবি: এম মাঈন উদ্দিন
-
রাস্তায় আগের তুলনায় কম মানুষ চলাচল করতে দেখা গেছে। খুব বেশি প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছে না। ছবি: এম মাঈন উদ্দিন