উপকূলজুড়ে ঘূর্ণিঝড় রিমাল আতঙ্ক
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ফলে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।
-
প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কায় উপকূল থেকে সরে নিরাপদ আশ্রয় নিচ্ছেন মানুষজন। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
একই সঙ্গে পটুয়াখালীর কলাপাড়া উপকূলীয় এলাকার ঝুঁকিপূর্ণ দোকানপাট ও বাসাবাড়ির মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
আজ সকালে দেখা যায়, বৃষ্টির সঙ্গে বাতাসের তীব্রতা বাড়ছে। তাই পটুয়াখালীর উপকূলীয় এলাকার সমুদ্ররক্ষা বেড়িবাঁধের আওতাধীনের ভিতর থাকা পরিবারগুলো ও কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
এরই মধ্যে পানিতে ডুবে গেছে উপকূলীয় এলাকার রাস্তাঘাট। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
রাস্তাঘাটের পাশাপাশি পানি উঠেছে দোকানপাটসহ আশপাশের ঘরবাড়িতেও। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
উপকূলীয় অঞ্চলের জনগণ, জেলে ও নৌযান রক্ষায় সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
নিরাপদস্থানে নেওয়ার জন্য দোকানের মালামাল গোছানো হচ্ছে। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
পটুয়াখালী জেলা আবহাওয়া কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, রিমালের প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীসহ অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ০৮-১২ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। ছবি: আসাদুজ্জামান মিরাজ