বারোমাসি লেবু চাষে সোহানের চমক
শখের বশে বারোমাসি লেবুচাষে সফল গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামের সোহান।
-
পেশায় ইলেকট্রিশিয়ান হয়েও তিনি এখন সফল লেবু চাষি। তাকে দেখে চাষাবাদে আগ্রহ বাড়ছে বেকার যুবকদের। ছবি: আব্দুর রহমান আরমান
-
সোহানের বাগানে এখন ৯ জাতের ৫০টিরও বেশি বারোমাসি লেবু গাছ আছে। ছবি: আব্দুর রহমান আরমান
-
ফাল্গুন, চৈত্র ও বৈশাখ মাসে লেবুর চাহিদা সবচেয়ে বেশি। তখন তার বাগানের প্রতিটি লেবু ৭-১০ টাকা দরে বিক্রি হয়। ছবি: আব্দুর রহমান আরমান
-
জানা যায়, প্রথমে সোহান স্থানীয় কৃষি অফিসের পরামর্শে ৩ জাতের ২০টি লেবু চারা নিয়ে ৫ শতক জমিতে চাষ শুরু করেন। ছবি: আব্দুর রহমান আরমান
-
সোহানের বাগানের লেবু গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি হয়। ছবি: আব্দুর রহমান আরমান
-
শুধু দেশেই নয়, মাঝে মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও যায় তার লেবু। ছবি: আব্দুর রহমান আরমান
-
লেবুর পাশাপাশি লেবু গাছের কাটিং বিক্রি করেও ভালো আয় হয়। ছবি: আব্দুর রহমান আরমান