রসালো পাহাড়ি লিচু
বাজারে উঠতে শুরু করেছে পাহাড়ের রসালো লিচু। এবার ফলনও ভালো হয়েছে। প্রতিদিনই ঘাট ও বাজারে উঠছে লিচু। লিচুর আকার ও রঙের ওপর নির্ভর করে নির্ধারিত হচ্ছে দাম।
-
গাছে গাছে শোভা পাচ্ছে থোকা থোকা লিচু। আর সেই লিচু নিয়ে ভোর হতেই একের পর এক যন্ত্রচালিত বোট ভিড়ছে রাঙ্গামাটি শহরের সমতা ঘাটে। জেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন বাগান থেকে লিচু নিয়ে আসছেন বাগানিরা। ছবি: সাইফুল উদ্দীন
-
বাজারে ১০০ পিস লিচু বিক্রি হচ্ছে ৩০০-৮০০ টাকায়। ফলনের পাশাপাশি ভালো দাম পাওয়ায় খুশি চাষিরাও। ছবি: সাইফুল উদ্দীন
-
কীটনাশক মুক্ত হওয়ায় দেশের বিভিন্ন জেলায় রাঙ্গামাটির লিচুর চাহিদা রয়েছে। চলতি বছর এ জেলায় এক হাজার ৮৮২ হেক্টর বাগান থেকে ১৭ হাজার ৪৯৮ টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে হয়েছে। ছবি: সাইফুল উদ্দীন
-
গাছ থেকে পাকা লিচু সংগ্রহ করছেন এক নারী। ছবি: সাইফুল উদ্দীন
-
বিক্রির জন্য জুড়িতে লিচু নিয়ে বসে আছেন কৃষকরা। ছবি: সাইফুল উদ্দীন
-
কৃষক ও ব্যবসায়ীদের দর কষাকষি শেষে লিচু নামানো হচ্ছে ঘাটে। সেখানেই শ্রমিকরা খাঁচা বা কার্টুনে প্যাকেট করছেন লিচু। ছবি: সাইফুল উদ্দীন
-
লিচু প্যাকেট করা হলে অটোরিকশা করে গন্তব্যে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। ছবি: সাইফুল উদ্দীন