থোকায় থোকায় ঝুলছে আঙুর
ফরিদপুরে পরীক্ষামূলকভাবে নানা জাতের আঙুর চাষ করে বাজিমাৎ করেছেন আহম্মেদ ফজলে রাব্বি নামে এক তরুণ।
-
জানা গেছে, ছোট থেকেই গাছপালা লাগানো শখ রাব্বির। শখের বসেই ২০২২ সালে বাড়ির ছাদে চার ধরনের মাত্র চারটি আঙুরের চারা রোপণ করেন তিনি। সেই থেকে তার যাত্রা শুরু। ছবি: এন কে বি নয়ন
-
এরপর ২০২৩ সালে শহরতলীর শোভারামপুর ইউনিয়ন পরিষদের কাছে ৭০ শতাংশ জমি পাঁচ বছরের জন্য দুই লাখ ২৫ হাজার টাকায় লীজ নিয়ে থ্রি স্টার গ্রিন নামে একটি বাগান গড়ে তোলেন। সেখানে তিনি বিভিন্ন ফলফলাদি ছাড়াও ৫০ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে আঙুর চাষ শুরু করেন। ছবি: এন কে বি নয়ন
-
ফজলে রাব্বির বাগানে ৫০ শতাংশ জমিতে এক বছর বয়সী বিভিন্ন জাতের প্রায় ৪৫০টি আঙুরের গাছ রয়েছে। ছবি: এন কে বি নয়ন
-
বাগানের প্রায় প্রতিটি গাছেই থোকায় থোকায় ধরে আছে সবুজ, লাল ও কালো রংয়ের আঙ্গুর। ছবি: এন কে বি নয়ন
-
তার এই আঙ্গুরের বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। ছবি: এন কে বি নয়ন
-
রাব্বি জানিয়েছেন এবছর তিনি আঙুর বিক্রি করবেন না। তার বাগান দেখতে আসা দর্শনার্থীদের আঙুর দিয়ে আপ্যায়ন করেন তিনি। ছবি: এন কে বি নয়ন
-
মাচায় ঝুলে থাকা আঙুরে ক্ষুদা নিবারণ করছে ছোট্ট বুলবুলি পাখি। ছবি: এন কে বি নয়ন