তাপপ্রবাহে পুড়ছে লিচু
দেশে চলমান তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে এবার লিচুর আকার অপেক্ষাকৃত ছোট হয়েছে। এছাড়া ফেটে যাওয়াসহ পোড়া ক্ষত দেখা যাচ্ছে লিচুর গায়ে।
-
গত কয়েক বছরের মতো এবারও লিচু ঝরে পড়ায় স্বপ্নভঙ্গ হয়েছে বাগানি ও ব্যবসায়ীদের। ছবি: এমদাদুল হক মিলন
-
দিনাজপুর সদর, বিরল, চিরিরবন্দর, খানসামা, কাহারোল ও বোচাগঞ্জ উপজেলায় প্রচণ্ড তাপে গাছেই ফেটে ঝরে পড়ছে লিচু। ছবি: এমদাদুল হক মিলন
-
তীব্র রোদ ও গরমের কারণে লিচুর খোসা পুড়ে যেতে শুরু করেছে। অপরিপক্ব লিচু গরমের কারণে ফেটে যাচ্ছে। ছবি: এমদাদুল হক মিলন
-
চলতি মৌসুমের শুরুতে মুকুলের সমারোহ ও পরে গুটি দেখে লাভের স্বপ্ন দেখলেও এখন লোকসানের শঙ্কায় পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা। ছবি: এমদাদুল হক মিলন
-
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় লিচুর চাষ হওয়া জমির পরিমাণ পাঁচ হাজার ৭৮৭ হেক্টর। যা গত বছরের তুলনায় ১০৭ হেক্টর বেশি। ছবি: এমদাদুল হক মিলন
-
দিনাজপুরে লিচু বাগান রয়েছে পাঁচ হাজার ৪১৮টি। এবার দিনাজপুর জেলায় প্রায় ৩২ হাজার মেট্রিকটন লিচু উৎপাদন হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ছবি: এমদাদুল হক মিলন