আম চাষে সফল নার্সারি শ্রমিক নূর ইসলাম
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছি গ্রামে বারি-১১ জাতের আম চাষে অবিশ্বাস্য সাফল্য পেয়েছেন নূর ইসলাম সদ্দার নামের এক নার্সারি শ্রমিক। তিনি ২৩ বছর ধরে নার্সারি কাজের সঙ্গে যুক্ত।
-
প্রথমে বিভিন্ন নার্সারিতে শ্রমিক হিসেবে কাজ করতেন নূর ইসলাম। পরে নিজের বাড়ির এক খণ্ড জমিতে ফলদ নার্সারি গড়ে তোলেন। ছবি: মো. জামাল হোসেন
-
২০১৮ সালে বাংলাদেশ আম গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ থেকে নতুন উদ্ভাবিত বারি-১১ জাতের আমের চারা সংগ্রহ করেন। সেই চারা থেকে প্রথম বছরেই সাইন (ডাল) দিয়ে ২ হাজার ২০০ চারা উৎপাদন করেন। ছবি: মো. জামাল হোসেন
-
চারা রোপণের ২ বছর পরই ফল আসতে শুরু করে। চলতি বছরের এপ্রিল থেকে আম পারতে শুরু করেছেন তিনি। প্রতি বিঘা জমিতে প্রায় ৩৫ মণ আম হয়েছে। প্রতি কেজি আম বাগান থেকে বিক্রি হচ্ছে ৪০০ টাকা দরে। বর্তমানে ১ বিঘা জমি থেকে তার এক মৌসুমে আয় ৫৬ হাজার টাকা। ছবি: মো. জামাল হোসেন