দৃষ্টিনন্দন কক্সবাজার সমুদ্রসৈকত
পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকতটি অবস্থিত কক্সবাজারে। ১২০ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এ সমুদ্র সৈকতে বৈশিষ্ট্য হলো পুরো সমুদ্র সৈকতটি বালুকাময়, কাদা অস্তিত্ব পাওয়া যায় না। বালিয়াড়ি সৈকত সংলগ্ন শামুক ঝিনুক নানা প্রজাতির প্রবাল সমৃদ্ধ বিপণি বিতান, অত্যাধুনিক হোটেল মোটেল কটেজ, নিত্য নব সাজে সজ্জিত বার্মিজ মার্কেট সমূহে পর্যটকদের বিচরণে কক্সবাজার শহর পর্যটন মৌসুমে প্রাণচাঞ্চল্য থাকে।
-
দেশের অন্যতম আইকনিক রেলওয়ে স্টেশন-কক্সবাজার রেলওয়ে স্টেশন। ঝিনুক আকৃতির নান্দনিক এই স্থাপত্যটি যেকোনো পর্যটকদের আকৃষ্ট করবে। ছবি: তানজিদ শুভ্র
-
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের মাঝপথে ইনানি সমুদ্র সৈকত। আরেকটু সামনে যেতেই দেখা মিলে পাটুয়ারটেক সমুদ্রসৈকতের। পাড়ের পাথর আর বালিতে আছড়ে পড়া ঢেউ যে কাউকে মুগ্ধ করবে।
-
বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র বৌদ্ধবিহারের অন্যতম স্থাপত্য ‘ভুবন শান্তি ১০০ ফুট দীর্ঘ বিশাল সিংহ শয্যা গৌতম বৌদ্ধমূর্তি’। রামু থানার উত্তর মিঠাছড়িতে এই বৌদ্ধবিহারের অবস্থান। ভেতরে প্রবেশের জন্য দর্শনার্থীদের জনপ্রতি ২০ টাকা করে লাগবে। ছবি: তানজিদ শুভ্র
-
হেলে পড়া সূর্য তখনো উত্তাপ ছড়াচ্ছিল। দূরের বড় জাহাজ আর কিছুটা নিকটে ছোট ছোট জাহাজ নোঙর করে আছে। বিকেলের সূর্য কিরণে মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাচ্ছে সমুদ্র জলে। পাড়ের পাথরে দাঁড়িয়ে ভিড় করে স্মৃতি ফ্রেমবন্দি করছেন দর্শনার্থীরা। ছবি: তানজিদ শুভ্র