কৃষ্ণচূড়ার দখলে কংক্রিটের নগরী
কিছুদিন আগেই পেরিয়ে গেছে শিমুল-পলাশ ফোটা ঋতুরাজ বসন্তের দিন। তীব্র তাপপ্রদাহের মধ্যে কংক্রিটের নগরী এখন সেজেছে লাল কৃষ্ণচূড়ায়।
-
ধূসর এই নগরীর রাস্তায় ডানা মেলেছে আগুনঝরা পুষ্পবৃক্ষ কৃষ্ণচূড়া। ছবি: মাহবুব আলম
-
যানজটের এই ব্যস্ত শহরে লাবণ্যের স্পর্শ এনে দিচ্ছে কৃষ্ণচূড়ার সৌন্দর্য। ছবি: মাহবুব আলম
-
ব্যস্ত নগরীর পথে পথে রক্তলাল এই ফুল নিয়ে মানুষের উচ্ছ্বাসের সীমা নেই। এখন প্রায় সবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের দেওয়াল ভরে উঠেছে লাল কৃষ্ণচূড়ায়। ছবি: মাহবুব আলম
-
জাতীয় সংসদ ভবনের ক্রিসেন্ট লেক সংলগ্ন সড়ক ও চন্দ্রিমা উদ্যানের ভেতরের অনেক গাছে ফুটে আছে নয়ন জুড়ানো কৃষ্ণচূড়া। ছবি: মাহবুব আলম
-
শেরেবাংলা নগরেও এখানে-ওখানে কৃষ্ণচূড়ার আধিক্য চোখে পড়ার মতো। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বর যেন কৃষ্ণচূড়ার আরেক জগত। ছবি: মাহবুব আলম
-
কৃষ্ণচূড়া ফুল নিয়ে কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ একবার লিখেছিলেন, ‘আমি কৃষ্ণচূড়াকে প্রেম ভেবে কোনো এক বসন্তের রাতে গোপনে বুকে রেখেছিলাম, তখন বসন্ত ছিল, আমার কোকিল ছিল।’ ছবি: মাহবুব আলম