বাহারি ফুলে সুশোভিত ঢাকা বিশ্ববিদ্যালয়
আপাতদৃষ্টিতে মনে হবে গাছে যেন ছোট ছোট সোনার টুকরো দানা বেঁধে ঝুলে আছে কিংবা কোথাও যেন তীব্র ও স্নিগ্ধ সাদার মেলা বসেছে। যে মেলায় সাদা রঙকে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ শিল্প, শ্রেষ্ঠ আকাঙ্ক্ষিত রং।
-
কোনো কোনো গাছের নিচে গেলে মায়াজড়ানো গন্ধে ব্যাকুল হয়ে ওঠে মন। যে দৃশ্য দর্শনে স্নিগ্ধতা নেমে আসে নাম না জানা কোনো এক স্বর্গপুরী থেকে। এমন দৃশ্যই এখন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের চিরচেনা রূপ হয়ে ধরা দিয়েছে। ছবি: হাসান আলী
-
তীব্র দাবদাহে যখন সামান্য একটু স্বস্তির জন্য দেশের মানুষ হাঁসফাঁস করছে, ঠিক এমনই এক অশান্তির বসন্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মন ও মনন শীতল করার জন্য আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে ক্যাম্পাসের বাহারি ফুলগুলো। ছবি: হাসান আলী
-
সবুজ পাতার ফাঁকে নানান ফুলের রঙে সেজেছে পুরো ক্যাম্পাস। ছবি: হাসান আলী
-
যেন প্রকৃতির মুখে নানান রঙের আবির মেখে দিয়েছে কেউ। কৃষ্ণচূড়ার ডালে ডালে থোকায় থোকায় ফুটেছে রক্তিম ফুল। ছবি: হাসান আলী
-
এছাড়া রাধাচূড়া, সোনালু, জারুল ফুল, বকুল ফুল, কনকচূড়া, বাগানবিলাসী, কাঠগোলাপ, অপরাজিতা, রঙ্গন, সূর্যমুখীসহ চেনা অচেনা অনেক ফুলের সমাহার ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তৈরি হয়েছে এক বৈচিত্র্যময় পরিবেশ। ছবি: হাসান আলী
-
এসব ফুলের গন্ধ নিতে ও নিজের স্মৃতির পাতায় সুন্দর মুহূর্তটি যুক্ত করতে শিক্ষার্থীদের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও মানুষ আসছে, ছবি তুলছে। ছবি: হাসান আলী
-
মলচত্বর, ফুলার রোড, কলাভবন, শ্যাডো, চারুকলা অনুষদ, বিভিন্ন আবাসিক হল, ব্যবসায় শিক্ষা অনুষদ, আইন অনুষদ, কার্জন হল এলাকা এবং ক্যাম্পাসের বিভিন্ন সড়কের দুই পাশের গাছগুলো নিজ নিজ সৌন্দর্য উজাড় করে নিজের ডালপালাগুলো সুশোভিত করে রেখেছে। ছবি: হাসান আলী