লেটুস চাষে সফল শার্শার চাষিরা
যশোরের শার্শা উপজেলার সদর ও উলাশী ইউনিয়নের কয়েকটি এলাকায় এ বছর চাষ হয়েছে বিদেশি লেটুস। এতে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন এ উপজেলার চাষিরা।
-
উপজেলার পানবুড়ি গ্রামের যদুনাথপুর (হাড়িখালি) ব্লকের কৃষি জমিগুলোয় বিভিন্ন ধরনের মৌসুমি শাক-সবজির পাশাপাশি ২০ শতক জমিতে চাষ হচ্ছে এ চাইনিজ লেটুস পাতা। ছবি: জামাল হোসেন
-
এটি চাষে তেমন খরচ নেই। মজুরি, চাষ, সার, কীটনাশক ও আনুষঙ্গিক খরচ আয়ত্তের মধ্যেই থাকে। সারাবছরই চাষের উপযুক্ত বলে শার্শায় শাক-সবজির পাশাপাশি লেটুস পাতার চাষ বেড়েছে। ছবি: জামাল হোসেন
-
উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের অধীনে নিরাপদ উচ্চমূল্যের সবজি উৎপাদন প্রদর্শনী হিসেবে উপজেলায় ১৩২ শতক জমিতে লেটুস পাতা চাষ হয়েছে। ছবি: জামাল হোসেন
-
লেটুস চাষে কৃষি অফিস থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে। এর বাইরে কেউ যদি কোনো পরামর্শ ও সহযোগিতা চান, আমরা দিতে আগ্রহী। ছবি: জামাল হোসেন