কালোজিরা চাষে ভাগ্য বদলের স্বপ্ন
সব রোগের মহৌষধ নামে পরিচিত ‘কালোজিরা’। এটি মসলা হওয়ার পাশাপাশি বহু গুণে গুণান্বিত। দিন দিন এর ব্যবহার বাড়ায় বাজারে চাহিদাও বেড়েছে কয়েক গুণ। তাই শরীয়তপুর জেলায় রবি ফসল হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছি ফসলটি।
-
লাভজনক ফসলটি চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন স্থানীয়রা। কম খরচে বেশি লাভ হওয়ায় মসলাজাতীয় এই ফসল উৎপাদনে কৃষকেরা আগ্রহী হচ্ছেন। ছবি: বিধান মজুমদার অনি
-
কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, গত মৌসুমে জেলার ছয়টি উপজেলায় ৩ হাজার ৬৮০ হেক্টর জমিতে কালোজিরা চাষ হয়েছে। যা প্রতি হেক্টর জমিতে ১ টন করে উৎপাদন হয়েছিল। ছবি: বিধান মজুমদার অনি
-
এ বছর জেলায় কালোজিরা চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৭২০ হেক্টর। তবে চলতি মৌসুমে টানা বৃষ্টিপাতের কারণে ২০০ হেক্টর জমির চাষ কমে দাঁড়ায় ৩ হাজার ৫২০ হেক্টর। চাষ কমলেও ফলন হয়েছে সন্তোষজনক। ধারণা করা হচ্ছে, যা অন্য বছরের তুলনায় হেক্টর প্রতি বাড়বে। ছবি: বিধান মজুমদার অনি
-
মাঠজুড়ে কালোজিরার হালকা নীলাভ বর্ণের ফুলে ছেয়ে আছে। এর মধ্যে কিছু কিছু ফল পুষ্ট হয়েছে। বেশিরভাগ ফলই তেলবীজে পরিপূর্ণ হয়ে উঠেছে। ছবি: বিধান মজুমদার অনি
-
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোহাম্মদ রিয়াজুর রহমান বলেন, ‘কালোজিরা একটি লাভজনক ফসল। ওষুধি গুণাগুণ সম্পন্ন হওয়ায় বাজারে এর চাহিদা বেশ ভালো। দিন দিন কৃষকদের মাঝে ফসলটি দারুণ সাড়া পাচ্ছে।’ ছবি: বিধান মজুমদার অনি