বসন্ত বাতাসে
বাংলা পঞ্জিকা অনুযায়ী দেশে এখন বসন্তকাল চলছে। গাছগুলো সেজেছে বাহারি রঙের ফুলে। বাতাসে বাতাবিলেবুর ফুলের মন মাতাল করা সুবাস। নদীগুলো শুকিয়ে এসেছে। ক্ষেতে ক্ষেতে শোভা পাচ্ছে চৈতালি শস্য। একটু একটু করে গরম পড়তে শুরু করেছে।
-
সকালের হালকা কুয়াশা ভেদ করে উঁকি দিয়েছে সূর্য। ছবি: মো. ইয়াকুব আলী
-
গাছে গাছে ফুটেছে আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে এই মুকুলের পাগল করা ঘ্রাণ। ছবি: মো. ইয়াকুব আলী
-
বসন্তের এই সময়ে গাছে গাছে ধরেছে কাঁঠালের মুচি। কিছুদিন পরেই এসব মুচি থেকে কাঁঠাল হবে। তখন বাতাসে বইবে জাতীয় ফল পাকা কাঁঠালে মৌ মৌ গন্ধ। ছবি: মো. ইয়াকুব আলী
-
ভুট্টার গাছে ধরেছে ভুট্টা। ছবি: মো. ইয়াকুব আলী
-
রাস্তার পাশে ফলে আছে শিশুদের খেলার ঘুটে বেগুন। ছবি: মো. ইয়াকুব আলী
-
শীত চলে গেছে। এখনো কিছু গাছের পাতা ঝরা চলছে। ছবি: মো. ইয়াকুব আলী
-
রাস্তার পাশে ফুটে আছে আকন্দ ফুল। ছবি: মো. ইয়াকুব আলী
-
বেশি দাম পাওয়ার আশায় সময়ের আগেই ক্ষেত থেকে তুলে ফেলা হচ্ছে পেঁয়াজ। ছবি: মো. ইয়াকুব আলী
-
রাস্তার পাশে ফুটে আছে সুন্দর দর্শন ভাঁটফুল। ছবি: মো. ইয়াকুব আলী
-
বীজ করার জন্য রাখা হয়েছে পেঁয়াজের ফুল। ছবি: মো. ইয়াকুব আলী
-
বাতাসে বাতাবিলেবু ফুলের মাতাল করা সুবাস। ছবি: মো. ইয়াকুব আলী
-
বসন্তে দেখা মেলে ঢোল কলমি ফুলের। ছবি: মো. ইয়াকুব আলী
-
পানের বরজে ঝুলছে পান। ছবি: মো. ইয়াকুব আলী
-
ফুলে ফুলে ছেয়ে গেছে শিমুলের ডাল। ছবি: মো. ইয়াকুব আলী
-
ক্ষেতগুলো সবুজ হয়ে আছে বিভিন্ন রকম ফসলে। ছবি: মো. ইয়াকুব আলী
-
এরইমধ্যে নদীগুলো শুকিয়ে চর পড়তে শুরু করেছে। ছবি: মো. ইয়াকুব আলী