মাচায় ঝুলছে বাহারি সব সবজি
জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টি, জোয়ারের পানি ও লবণাক্ত পানিতে প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হতো ভোলার চরাঞ্চলের কৃষকদের সবজি। তবে এ বছর কৃষকেরা ক্ষতি থেকে ফসলকে রক্ষার জন্য দলবদ্ধ হয়ে মাচা পদ্ধতিতে সবজি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। ছবি: জুয়েল সাহা বিকাশ
-
নতুন এ পদ্ধতিতে সবজির ক্ষেতে সব রকমের বিপদের পাশাপাশি রোগ ও পোকামাকড়ের আক্রমণ নেই। ক্ষেতে ব্যাপক ফলন হওয়ায় হাসি ফুটেছে কৃষকদের মুখে। ছবি: জুয়েল সাহা বিকাশ
-
জানা গেছে, ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন মাঝের চর ও দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন মদনপুর চরে প্রতি বছরই বিভিন্ন ধরনের সবজি চাষ করে আসছেন কৃষকরা। কিন্তু প্রতি বছরই বৃষ্টি, জোয়ার ও লবণাক্ত পানি হানা দেয় সবজি ক্ষেতে। তবে এ বছর সেই ক্ষতি থেকে রক্ষায় দুই চরে মাচা পদ্ধতিতে সবজি চাষ শুরু করেছেন তারা। ছবি: জুয়েল সাহা বিকাশ
-
শুধু তাই নয়, মাচা পদ্ধতিতে সবজি চাষ করায় ক্ষেতে রোগ ও পোকামাকড়ের আক্রমণ তেমন না থাকায় কম খরচে বেশি ফলন পাচ্ছেন তারা। ক্ষেতে ব্যাপক ফলন হওয়ায় বেশি লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন। ছবি: জুয়েল সাহা বিকাশ
-
ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবির বলেন, এ পদ্ধতিতে ক্ষেতে রোগ ও পোকার আক্রমণ কম। তাই কম খরচে বেশি ফলন হওয়ায় লাভবানও হচ্ছেন কৃষকেরা। ছবি: জুয়েল সাহা বিকাশ
-
এবারের সফলতা দেখে আগামী বছর অন্য কৃষকেরাও দলবদ্ধ হয়ে মাচা পদ্ধতিতে সবজি চাষ করবেন। এতে জেলায় বাড়বে সবজি চাষ। কৃষকদের সফলতার জন্য কৃষি বিভাগ সব সময়ই পাশে আছে। ছবি: জুয়েল সাহা বিকাশ