মেক্সিকান ফুলে সেজেছে জাবি ক্যাম্পাস
চারদিকে হালকা কুয়াশার মাঝেই উঁকি দিয়েছে সোনালী সূর্য। মিষ্টি রোদে ঝলমলে হয়ে উঠেছে চারপাশ। রাস্তার দুইধারে ফুটে আছে বাহারি রঙের ফুল। প্রথম দেখায় যে কারোর মনে হতে পারে এটা কোনো ফুলের বাগান। তবে মুহূর্তেই বিভ্রম কেটে যাবে। কারণ এটা ফুলের বাগান নয় একটি শিক্ষা প্রতিষ্ঠান। বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা।
-
লাল, নীল, হলুদ রঙের ফুলের সৌন্দর্য্যে যেন স্বর্গীয় রূপ ধারণ করেছে জাবি ক্যাম্পাস। শীতকালে এই বাহারি রং-রূপের ফুলটির বিস্তার শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অনুষদ, অফিসের প্রাঙ্গণে দেখতে পাওয়া যায় এই ফুল গাছ। ছবি: আল ইসলাম অপু
-
ঢাকা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের আঙিনায় এমনকি অনেকের বাগানেও মাথা তুলতে দেখা যায় লিকলিকে সবুজ এই গাছ। নানা রঙের ফুল ফোটে এতে। হলুদ, কমলা, চকোলেট, হালকা-গাঢ় গোলাপি এবং সাদা রঙের কসমস দেখতে খুবই ভালো লাগে। ছবি: গোলাম মাওলা মুরাদ
-
সারাবছরই নানা প্রজাতির ফুলে সুশোভিত থাকে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শীতকালে এ সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। বসন্ত এলে সেই সৌন্দর্য পায় নতুন মাত্রা। ক্যাম্পাসের বিভিন্ন অফিস ও রাস্তার পাশে প্রশাসনের উদ্যোগে গড়ে তোলা হয়েছে বিচিত্র ধরনের ফুলের বাগান। ছবি: আল ইসলাম অপু
-
বাদ যায়নি প্রশাসনিক ভবন, অনুষদ, আবাসিক হল, লাইব্রেরিসহ ক্যাম্পাসের বিভিন্ন চত্বর। যেখানে শোভা পাচ্ছে নানা প্রজাতির ফুল। এদের মধ্যে গাঁদা, গোলাপ, কৃষ্ণচূড়া, মুসুন্দা, সোনালু, শিমুল, কসমস, রঙ্গন, জবা, ঝাউ, বাগান বিলাস অন্যতম। ছবি: আল ইসলাম অপু
-
ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে মৌমাছি, প্রজাপতি। মনে হয় বসন্ত যেন তার পুরো রং-রূপ নিয়ে নেমে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ছবি: গোলাম মাওলা মুরাদ
-
প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসের এই সৌন্দর্য উপভোগ করছেন। মাঝে মাঝে কেউ সেলফি, কেউ গ্রুপ ছবি এবং কেউবা সবুজ প্রকৃতির সাথে মিশে থাকা ফুলের অপার সৌন্দর্য উপভোগ করছেন। ছবি: আল ইসলাম অপু