প্রকৃতি সেজেছে আপন মহিমায়
ঋতুরাজ বসন্তের আগমনে বাংলাদেশের প্রকৃতি সম্পূর্ণ পাল্টে যায়। পাতাঝরা শীতের বৈরাগ্য আর থাকে না। ডালে ডালে সবুজ কচি পাতার আভা, আমের মুকুলের ঘ্রাণ, রং-বেরঙের ফুল যেন প্রকৃতিতে প্রাণের সঞ্চার করেছে।
-
বসন্তের বাতাস কুয়াশার চাদর সরিয়ে সোনালি রোদে ভরে দিচ্ছে আকাশ। প্রাণের উষ্ণতা সঞ্চার করছে শীতে মৃতপ্রায় প্রকৃতিতে। ছবি: মাহবুব আলম
-
শিমুল-পলাশ-অশোকের শাখা ভরে উঠেছে রক্তিম ফুলের সম্ভারে। মাঝে বয়ে যাওয়া দমকা হাওয়ায় দুলে উঠছে সেই কুসুমশোভিত শাখা। ছবি: মাহবুব আলম
-
ঝরে যাচ্ছে পুরোনো জীর্ণ মলিন পাতা। ছবি: মাহবুব আলম
-
শীতের খোলসে ঢুকে থাকা কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নাগলিঙ্গম এখন অলৌকিক স্পর্শে জেগে উঠেছে। ছবি: মাহবুব আলম
-
নতুন কিশলয়ের পসরা তরুলতায়। যেন নতুন হয়ে উঠেছে পুরোনো পৃথিবী। ছবি: মাহবুব আলম
-
এ বসন্তে ফোটে রবীন্দ্রনাথের প্রিয় ফুল অশোক, পলাশ, শিমুল। এমনই সময়ে আমের মুকুলের ঘ্রাণে পাগল হয়েছিল কবিগুরুর মন। ছবি: মাহবুব আলম
-
এবারের বসন্ত নতুন জীবনীশক্তিতে প্রকৃতি ও প্রাণকে ভরিয়ে তুলুক। বসন্তের দোলা লাগুক বনে ও মনে। ছবি: মাহবুব আলম