চারুকলায় বইছে বসন্তের হাওয়া
শীতকে বিদায় দিয়ে নতুন রূপে সেজেছে প্রকৃতি। কোকিলের কুহু কুহু ডাক, গাছের ডগায় ডগায় সবুজাভ নতুন পাতা, বাগানে বাহারি রঙিন ফুল। ভাষা, সুর, ছন্দ বলছে ‘বসন্ত এসে গেছে...।’
-
শীতের রিক্ততাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়ে আজ বসন্তকে বরণ করে নিচ্ছে বাঙালি। শুধু তাই নয়, আজ যে ভালোবাসা দিবসও। নানান আয়োজনে সবাই বরণ করে নিচ্ছে বসন্তকে। একই সঙ্গে উদযাপন করছে ভালোবাসা দিবসও। ছবি: মাহবুব আলম
-
বসন্তকে কেন্দ্র করে চারুকলার বকুলতলায় লেগেছে উৎসবের হাওয়া। দলীয় নৃত্য, কবিতা আবৃতি ও বসন্তের আগমনী গানে চলছে বকুলতলার বসন্ত উৎসব। ছবি: মাহবুব আলম
-
শুধু বাঙালিই নয়, এ উৎসবে যোগ দিয়েছে বিদেশিরাও। ছবি: মাহবুব আলম
-
শিশুদের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন এক বিদেশিনী। ছবি: মাহবুব আলম
-
বাবার কাঁধে চড়ে বসন্ত উৎসব উপভোগ করছে মেয়ে। ছবি: মাহবুব আলম
-
প্রকৃতির সঙ্গে রূপ বদলেছেন এক নারী। বয়স ভুলে নিজের শৈশবকে যেন আরও একবার আপন করে নিয়েছেন তিনি। ছবি: মাহবুব আলম
-
বসন্তের সাজে হাস্যোজ্জ্বল তরুণী। ছবি: মাহবুব আলম
-
খোঁপায় ফুল সাজাতে ব্যস্ত তরুণী। ছবি: মাহবুব আলম
-
বসন্তের ব্যানার ধরে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি শিশু। ছবি: মাহবুব আলম