শীত জেঁকে বসেছে শরীয়তপুরে
শরীয়তপুরে কনকনে ঠান্ডা আর জেঁকে বসা তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে মানুষের দৈনন্দিন কাজ। তবে এই তীব্র শীতকে উপেক্ষা করেই কাজে বের হয়েছেন শ্রমজীবী মানুষেরা।
-
এ জেলায় গত এ সপ্তাহ ধরেই তাপমাত্রা ১১ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। দেখা মিলছে না সূর্যের। ছবি: বিধান মজুমদার অনি
-
তাপমাত্রা কমতে থাকায় বিপাকে পড়েছেন পদ্মা ও কৃর্তিনাশা নদীর তীরবর্তী এলাকার চরের মানুষেরা। ছবি: বিধান মজুমদার অনি
-
তীব্র শীতে শহরের বাসস্ট্যান্ড এলাকার পাশে আগুন জ্বালিয়েছেন বেশকিছু লোকজন। সেখানে আগুন পোহাতে ভীড় করছেন রিকশাচালক ও দিনমজুররা। ছবি: বিধান মজুমদার অনি
-
হাড় কাঁপানো শীতে রাস্তাঘাটে যানবাহন ও মানুষের আনাগোনা কম। ছবি: বিধান মজুমদার অনি
-
ছোট ছোট ছেলেমেয়ের পাশাপাশি বড়দের অনেকেও শীত নিবারণ করছে আগুন জ্বালিয়ে। ছবি: বিধান মজুমদার অনি
-
তীব্র ঠান্ডার মধ্যেও গবাদিপশুর খাবার জোগাতে ব্যস্ত কৃষক। ছবি: বিধান মজুমদার অনি
-
কুয়াশার মধ্যেই জমিতে কাজ করছেন চাষি। ছবি: বিধান মজুমদার অনি
-
এই শীতে সবচেয়ে বেশি বিপাকে বৃদ্ধ ও শিশুরা। ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা। ছবি: বিধান মজুমদার অনি