শীতে জবুথবু জনজীবন
চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে জেলার ও দেশের সর্বনিম্ন তাপমাত্রা। তীব্র শীতের কারণে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শীতজনিত রোগবালাইয়ের বেশি ঝুঁকিতে রয়েছে বয়স্ক ও শিশুরা।
-
চুয়াডাঙ্গায় আজ বাতাসের আদ্রতা ৯৬ শতাংশ। একইসঙ্গে শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীত ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনপদ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ছবি: হুসাইন মালিক
-
রাজধানীতে আজকের তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটিই চলতি মৌসুমে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা। তবে এখানে কমেছে কুয়াশার দাপট। মঙ্গলবার সকাল থেকেই ঢাকার আকাশে রোদ রয়েছে। ছবি: মাহবুব আলম
-
পঞ্চগড়ে আবারো মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সকাল থেকে ঘনকুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে কনকনে শীতে জবুথবু জনজীবন। চলতি শীত মৌসুমে এ জেলার সর্বনিম্ন ৭ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। ছবি: সফিকুল আলম
-
পঞ্চগড়ে কয়েকদিন ধরে রাতভর ঘনকুয়াশা থাকলেও সকালের দিকে কুয়াশা কমে এসেছে। ছবি: সফিকুল আলম
-
ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা। প্রায়দিনই কমছে তাপমাত্রা। ২৩ জানুয়ারি সকাল ৬টায় গাইবান্ধা জেলার তাপমাত্রা রেকর্ড করা করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি শীত মৌসুমে এটাই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। ছবি: শামীম সরকার শাহীন
-
রাজশাহীতে শীতে উষ্ণতা পেতে টুপি পরে রিকশা নিয়ে বের হয়েছেন এক চালক। ছবি: সাখাওয়াত হোসেন
-
শুধু রিকশা চালকই নয়, টুপি পরেছেন যাত্রীরাও। ছবি: সাখাওয়াত হোসেন
-
শীতের মধ্যে বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। ছবি: সাখাওয়াত হোসেন
-
আজ খুলনার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রিতে। এতে বিপাকে পড়েছেন খুলনার জনজীবন। কনকনে ঠান্ডার কারণে শিশু ও বৃদ্ধসহ সবার অবস্থা নাজেহাল। সবচেয়ে বেশি নাকাল হতে হচ্ছে স্কুলগামী শিশু শিক্ষার্থীদের। এ অবস্থায় তাপমাত্রা ১০ এর নিচে চলে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে খুলনার সব প্রাইমারি স্কুল। ছবি: আলমগীর হান্নান
-
টানা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে যশোরের জনজীবন। কনকনে শীতে জবুথবু হয়ে পড়েছে সাধারণ মানুষসহ প্রাণীকূল। ছবি: মিলন রহমান
-
কুড়িগ্রামে মাঘের হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। প্রচণ্ড শীতে বাইরে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। ২৩ জানুয়ারি সকাল থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ছবি: ফজলুল করিম ফারাজী
-
প্রয়োজন ছাড়া মানুষ খুব একটা বাইরে বের হচ্ছে না। সন্ধ্যা হলেই ঘরে ফিরছে মানুষ। শীতার্ত মানুষ শীত নিবারণে খড়কুটো জ্বালিয়ে তাপ নেওয়ার চেষ্টা করছে। ছবি: ফজলুল করিম ফারাজী
-
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ছবি: বিধান মজুমদার অনি