জনপ্রিয় হয়ে উঠছে পানিফল চাষ
সারাবছর পানি জমে থাকায় বসতবাড়ি ও সড়কের পাশের নিচু জমিতে তেমন কোনো ফসল হয় না। এসব পানি জমে থাকা জমিগুলোই কাজে লাগিয়েছেন জয়পুরহাটের কয়েকটি গ্রামের কৃষক। নিজ উদ্যোগে তারা এসব জমিতে বাণিজ্যিকভাবে পানিফল চাষ করেছেন।
-
জানা যায়, বাণিজ্যিকভাবে পানিফল চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন জয়পুরহাটের চাষিরা। এ ফল চাষে খরচও একেবারে কম। বিঘাপ্রতি ৩-৪ হাজার টাকা খরচ করে লাভ হচ্ছে ৩৫-৪০ হাজার টাকা পর্যন্ত। ছবি: জাগো নিউজ
-
খরচ কম হওয়ায় অনেকেই ঝুঁকে পড়েছেন এ ফল চাষে। সরকারিভাবে সহায়তা পেলে এ চাষ বাড়বে বলে মনে করছেন চাষিরা। ছবি: জাগো নিউজ
-
চাষি কাশীনাথ বলেন, পানিফল খুব লাভজনক একটি ফসল। এটি চাষে কিটনাশক ও শ্রমিকসহ খরচ পড়ে সর্বোচ্চ চার হাজার টাকা। নিজেই যদি কাজ করি তাহলে ১৩০০-১৭০০ টাকা খরচ পড়ে। ফলন ভালো হলে এক বিঘায় ৪০ মণ পর্যন্ত ফল উৎপাদন হয়। ছবি: জাগো নিউজ
-
সামসুল আলম নামের আরেক চাষি বলেন, এ ফলের রোগবালাই নেই। দু’একবার কিটনাশক দিতে হয়। এজন্য খরচ অনেক কম। এবার বিঘাপ্রতি ৩০-৩৫ মণের বেশি ফলন হয়েছে। মণপ্রতি দাম পেয়েছি ৪০০-১১০০ টাকা। এতে বিঘাপ্রতি ৩০-৩৫ হাজার টাকা লাভ হয়েছে। নিচু জমিতে পানি জমে থাকায় এ ফল চাষ করেছি। ছবি: জাগো নিউজ
-
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রাহেলা পারভিন বলেন, জেলায় এবার প্রায় ১০ বিঘা জমিতে পানিফলের চাষ হয়েছে। যা গত বছরের চেয়ে দ্বিগুণ। পুষ্টিগুণে ভরপুর এ ফলের ব্যাপক চাহিদা রয়েছে বাজারে। তাই পতিত জমি ফেলে না রেখে পানিফল চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। ছবি: জাগো নিউজ