শুরু হয়েছে প্রথম জাতীয় পরিবেশ উৎসব
দেশের শিক্ষার্থী ও তরুণদের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরি করতে প্রথমবারের মতো শুরু হয়েছে জাতীয় পরিবেশ উৎসব। ইউথপ্রেনার নেটওয়ার্কের আয়োজনে ও টেল প্লাস্টিকের সহযোগিতায় দুই দিনব্যাপী এই আয়োজন শুরু হয়।
-
আজ সকাল ১০টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের টিএসসির সেমিনার হলে জাতীয় পরিবেশ উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিরাজ চন্দ্র সরকার বলেন, আমরা স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছি। এসডিজির প্রধান কাজ হলো পরিবেশবান্ধব উন্নয়ন। পরিবেশকে সমুন্নত না রেখে কোনো উন্নয়নই গ্রহণযোগ্য হবে না। তাই পরিবেশ দূষণ আমাদের রোধ করতেই হবে। ছবি: জাগো নিউজ
-
বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে শিক্ষার্থীরা পরিবেশ মেলায় অংশ নিয়েছে। ছবি: জাগো নিউজ
-
উৎসবে জানানো হয়, বিদেশে গিয়েও দেখেছি তরুণরা প্রাণ-আরএফএলের পণ্য ব্যবহার করে। বিদেশে আমাদের দেশের পণ্য রপ্তানি করছে এটা আমাদের দেশের জন্য গর্বের বিষয়। ছবি: জাগো নিউজ
-
উৎসবে পরিবেশ বিষয়ক বিভিন্ন প্রদর্শীতে অংশ নেয় শিক্ষার্থীরা। ছবি: জাগো নিউজ
-
অনুষ্ঠানে আরএফএল গ্রুপের সহযোগী টেল প্লাস্টিকের নির্বাহী পরিচালক কামরুল হাসান বলেন, ১৪৫টি দেশে প্রাণ-আরএফএল দেশের পণ্য রপ্তানি করে। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করে থাকি আমরা। টেল প্লাস্টিকের একটি লক্ষ্যণীয় বিষয় হলো পরিবেশ নিয়ে কাজ করা। ছবি: জাগো নিউজ
-
টেল প্লাস্টিকের নির্বাহী পরিচালক কামরুল হাসান আরও বলেন ‘পরিবেশের জন্য ব্যবসা’ এই স্লোগান কোনো প্রতিষ্ঠানের নেই। ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকেই কাজ করে যাচ্ছি। ছবি: জাগো নিউজ
-
শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রদর্শনী দেখাচ্ছেন। ছবি: জাগো নিউজ