ভারতের সবচেয়ে কম বয়সী নারী প্যারালিম্পিয়ান পলক কোহলি
প্রতিবন্ধকতা নিজের চেষ্টায় জয় করেছেন পলক কোহলি। বাঁ হাতের কবজি থেকে বাকি অংশ নেই। এই প্রতিবন্ধকতাকে জয় করেই ভারতের সবচেয়ে কমবয়সী প্যারালিম্পিয়ান হয়েছেন পলক কোহলি।
-
বাঁ হাতের কবজি থেকে বাকি অংশ নেই। এই প্রতিবন্ধকতাকে জয় করেই ভারতের সবচেয়ে কমবয়সী প্যারালিম্পিয়ান পলক কোহলি। মাত্র ১৮ বছর বয়সেই তিনি প্রথমবার প্যারালিম্পিক্সের যোগ্যতা অর্জন করেন। টোকিওতে পদক না পেলেও, ভবিষ্যতে সাফল্যের বিষয়ে আশাবাদী এই তরুণী। ছবি: সংগৃহীত
-
২০২৪ সালে প্যারিসে পরবর্তী প্যারালিম্পিক্স। সেখানে সোনা জেতাই লক্ষ্য, জানিয়েছেন পলক। ছবি: সংগৃহীত
-
টোকিওতে সিঙ্গেলস, ডাবলস ও মিক্সড ডাবলস, তিন বিভাগেই যোগ্যতা অর্জন করেন পলক। কিন্তু পদক জিততে পারেননি তিনি। ছবি: সংগৃহীত
-
স্প্যানিশ প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় মিক্সড ডাবলসে সোনা এবং ডাবলসে ব্রোঞ্জ জিতেছেন পলক। ছবি: সংগৃহীত
-
পলক জানিয়েছেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথমবার মিক্সড ডাবলসে সোনা জিতে তিনি খুশি। তবে প্যারালিম্পিক্সকে পাখির চোখ করেই তিনি এগোচ্ছেন। ছবি: সংগৃহীত
-
পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে পলক জানিয়েছেন, ‘টোকিওতে খেলার অভিজ্ঞতা দুর্দান্ত। প্যারা ব্যাডমিন্টনে বয়সের মাপকাঠি নেই। সবচেয়ে কমবয়সী হিসেবে তিন বিভাগেই যোগ্যতা অর্জন করতে পেরে আমি যে এক্সপোজার পেলাম, সেটা ভবিষ্যতে কাজে দেবে।’ ছবি: সংগৃহীত
-
পলক আরও জানিয়েছেন, ‘টোকিওতে মিক্সড ডাবলসে ব্রোঞ্জ জিততে না পেরে আমি প্রচÐ হতাশ হয়েছিলাম। তবে এর ফলে আমার জয়ের খিদে বেড়ে গিয়েছে। আমার এখন একটাই লক্ষ্য, প্যারিসে সোনা জেতা। আমি সোনা ছাড়া অন্য কিছুতে সন্তুষ্ট হব না।’ ছবি: সংগৃহীত
-
স্পেনে সোনা জয় পলকের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। তিনি এবছর যত বেশি সম্ভব প্রতিযোগিতায় খেলতে চান বলে জানিয়েছেন। আপাতত সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসকে। ছবি: সংগৃহীত
-
পলকের বয়স এখনও ২০ বছর হয়নি। ফলে তিনি দীর্ঘদিন খেলার সুযোগ পাবেন। ২০২৪ সালে প্যারিস প্যারালিম্পিক্সের পর ২০২৮ ও ২০৩২ সালেও প্যারালিম্পিক্সে খেলতে চান তিনি। ছবি: সংগৃহীত
-
আন্তর্জাতিক নারী দিবসে অন্যতম অনুপ্রেরণা পলক। তিনি এতো কম বয়সে শারীরিক সমস্যা সত্ত্বেও যে সাফল্য পাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। ছবি: সংগৃহীত