বড়দিনের সেরা ১০ চলচ্চিত্র
আজ শুভ বড়দিন। খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসবের দিন। এদিনকে নিয়ে নির্মিত হয়েছে অনেক চলচ্চিত্র। এর মধ্য থেকে ১০টি জনপ্রিয় চলচ্চিত্র দেখতে পারেন।
-
এ ক্যাসেল ফর ক্রিসমাস: এ চলচ্চিত্রে এক মার্কিন লেখক একটি ঘটনা থেকে বাঁচতে পালিয়ে যান স্কটল্যান্ডে। সেখানে প্রেম খুঁজে পান এবং একটি দুর্গের মালিক হয়ে যান তনি। ছবি: সংগৃহীত
-
সিঙ্গল অল দ্য ওয়ে: পিটারের মন ভাঙে তার পার্টনারের জন্য-এমন ঘটনা নিয়ে এই চলচ্চিত্রটি নির্মিত। ছুটির সময়টা নিজের প্রিয় বন্ধুকে সে বয়ফ্রেন্ড সাজতে বলে, এরপর ঘটে বিভিন্ন ধরনের ঘটনা। ছবি: সংগৃহীত
-
এ বয় কলড ক্রিসমাস: নিকোলাস নামের একটি ছেলে বন্ধুদের সঙ্গে যে নিজের বাবাকে খুঁজতে যায়-এমন ঘটনা নিয়ে সাজানো হয়েছে চলচ্চিত্রটি। ছবি: সংগৃহীত
-
লভ হার্ড: এক যুবতী যিনি ক্রিসমাসের সময় অনলাইন প্রেমিকের সঙ্গে দেখা করতে চলে যায় অনেক দূরে। তারপর জানতে পারেন আসল গল্প। চলচ্চিত্রটি বেশ জনপ্রিয়। ছবি: সংগৃহীত
-
ফাদার ক্রিসমাস ইজ ব্যাক: ক্রিসমাসের সময় চার বোনের মিলন। সেখানেই এক সারপ্রাইজ, অনেক বছর আগে ছেড়ে যাওয়া তাদের বাবা ফিরে আসেন এ চলচ্চিত্রে। ছবি: সংগৃহীত
-
এইট বিট ক্রিসমাস: বাবা মেয়ের গল্প নিয়ে এ চলচ্চিত্রটি। ফোনে আসক্ত মেয়েকে কীভাবে রক্ষা করলেন বাবা এমন সব ঘটনা নিয়ে চলচ্চিটি সাজানো। ছবি: সংগৃহীত
-
ডেভিড অ্যান্ড দ্য এলভস: এ চলচ্চিত্রে দেখা যাবে,- ক্রিসমাসে ছেলের জন্য সময় নেই বাবা-মায়ের।
-
সাইলেন্ট নাইট: ব্লাক কমেডি নির্ভর এক দল বন্ধুর গল্প নিয়ে এ চলচ্চিত্রটি। এর গল্পে দেখা যাবে,- পৃথিবী ধ্বংসের আগে শেষ বড়দিন পালন করছেন তারা। ছবি: সংগৃহীত
-
এ জেনকিন্স ফ্যামিলি ক্রিসমাস: প্রিয় মানুষের চলে যাওয়ার পরও বড়দিনের সেলিব্রেশনে এক পরিবারের গল্প নিয়ে এ চলচ্চিত্রটি নির্মিত। ছবি: সংগৃহীত
-
হোম সুইট হোম অ্যালোন: হোম অ্যালোন ফ্র্যাঞ্চাইজির গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। ক্রিসমাসের সময় এক বালকের বাড়ি থেকে পালানোর গল্প জানা যাবে এ চলচ্চিত্রটিতে। ছবি: সংগৃহীত