সৌন্দর্যের টানে মালদ্বীপে ছুটে আসেন পর্যটকরা
অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপ। দেশটির চোখজুড়ানো বিভিন্ন স্থানের টানে এখানে পৃথিবীর নানানপ্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা।
-
চারদিকে সাগরের নীলজল বেষ্টিত এই দ্বীপ রাষ্ট্রটির সিংহভাগ আয়ের উৎস পর্যটন খাত। ছবি: মনিরুজ্জামান উজ্জ্বল
-
বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য দেশটি রয়েছে সব ধরনের ব্যবস্থা। ছবি: মনিরুজ্জামান উজ্জ্বল
-
মধ্যযুগে ইবন বতুতা ও অন্যান্য আরব পর্যটকেরা এই অঞ্চলকে ‘মহাল দিবিয়াত’ নামে উল্লেখ করেছেন। আরবীতে মহাল অর্থ প্রাসাদ। বর্তমানে এই নামটিই মালদ্বীপের রাষ্ট্রীয় প্রতীকে লেখা হয়। ছবি: মনিরুজ্জামান উজ্জ্বল
-
শ্রীলঙ্কা থেকে আনুমানিক ৪০০ মাইল দক্ষিণ পশ্চিমে ১০১০টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ। ছবি: মনিরুজ্জামান উজ্জ্বল
-
পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন মালদ্বীপের নীলজলে। ছবি: মনিরুজ্জামান উজ্জ্বল
-
মনের ক্লন্তি দূর করতে সবাই ছুটে আসেন মালদ্বীপ ভ্রমণ করতে। ছবি: মনিরুজ্জামান উজ্জ্বল
-
মালদ্বীপের একটি দ্বীপের বালুকা বেলায় এসেছে পাখিরা। ছবি: মনিরুজ্জামান উজ্জ্বল
-
উপরে সাদা মেঘে নিচে বিশাল নীল জলরাশি। ছবি: মনিরুজ্জামান উজ্জ্বল