একটি গাছে ৬টি ফুলকপি
একটি গাছে ৬টি ফুলকপি ধরেছে। এই সংবাদ নিয়ে এখন চলছে তুমুল আলোচনা। জেনে নিন কোথায় এই ঘটনা ঘটেছে?
-
ভারতের উত্তরপ্রদেশের শাহজাহানপুরের এক কৃষক নিজের কৃষিজমিতে এক অদ্ভুত ফুলকপি চাষ করেছেন। একটি ফুলকপি গাছে একসঙ্গে ৬টি ফুলকপি হয়েছে! এভাবে একটি গাছে ৬টি ফুলকপি দেখে সকলেই ভীষণ অবাক হয়ে গেছেন। আর এইরকম আজব ফুলকপি নিয়ে শুধু উত্তরপ্রদেশের শাহজাহানপুরেই আলোচনা হচ্ছে তা নয় এর চর্চা বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। অন্যান্য জায়গা থেকে মানুষজন এভাবে একটা গাছে ৬টি ফুলকপি দেখতে জড়ো হচ্ছেন। ছবি: সংগৃহীত
-
এই ফুলকপির ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সাধারণ মানুষই নন, বিজ্ঞানীরাও অবাক এই ফুলকপি নিয়ে আলোচনায় বসেছেন। এই বিশেষ ফুলকপিটিকে নিয়ে তারা গবেষণা করছেন। ছবি: সংগৃহীত
-
সাধারণত শীতকালের খুবই জনপ্রিয় এই সবজি। ফুলকপি খেতে অনেকেই খুব ভালোবাসেন। শীতের শুরু থেকেই বাজারে প্রচুর পরিমাণে এই ফুলকপি পাওয়া যায়। সাধারণত একটি ফুলকপি গাছ থেকে একটিই ফুলকপি হয়। কিন্তু এই উত্তরপ্রদেশের শাহজাহানপুরের বাসিন্দা কৃষক হরি শরণ বাজপেয়ির ফুলকপি গাছে ৬টি ফুলকপি সকলকে অবাক করে দিয়েছে। সাধারণ দর্শক যারা এই কপির গল্প শুনে দেখতে আসছেন তাদের সকলেরই বক্তব্য জীবনে তারা কখনো এরকম ৬টি ফুলকপি একটি গাছে কখনই দেখেননি। ছবি: সংগৃহীত
-
কৃষক শরণ বাজপেয়ি জানিয়েছেন তার ফার্মে প্রচুর ফুলকপি চাষ হয়েছে কিন্তু এই ভাইরাল কপিটির ক্ষেত্রেই গাছ থেকে অনেক শাখা বেরিয়েছে এবং তারপরেই এভাবে ৬টি কপি তৈরি হয়েছে। এই একটি গাছে ৬টি ফুলকপির ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি বলেছেন এভাবে যদি প্রতিটা গাছেই এরকম হয় তাহলে কৃষকদের ৫ গুণ বেশি লাভ হবে। ছবি: সংগৃহীত
-
কৃষি বিজ্ঞানীদের মতে গাছে মিউটেশন হয়েছে। তারাও বলেছেন ফুলকপির এই নতুন প্রজাতি যদি চাষ করা যায় তাহলে কৃষকদের লাভ এক ধাক্কায় বহুগুণ বেড়ে যাবে। ছবি: সংগৃহীত