কার প্রেমে বদলে গেলেন জাপানের রাজকুমারী?
প্রেমের টানে রাজকীয় বিলাসী জীবন ছেড়েছেন জাপানের রাজকুমারী মাকো। ছবিতে দেখুন যার ভালোবাসার কারণে রাজ পরিবার ছাড়লেন তিনি।
-
রাজকুমারী মাকো বিয়ে করলেন জাপানের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেকে। তার নাম কোমুরো। ছবি: সংগৃহীত
-
কোমুরো রাজকুমারীর দীর্ঘদিনের প্রেমিক। কলেজে পড়ার সময় তার সঙ্গে আলাপ জাপানের রাজকুমারী মাকোর। ছবি: সংগৃহীত
-
রাজকুমারী মাকো তার দাদা সম্রাট আকিহিতোর মতোই দৃঢ়প্রতিজ্ঞ। সম্রাট আকিহিতো এক সময় মনস্থির করে ফেলেছিলেন রাজদণ্ড রক্ষার গুরুদায়িত্ব তিনি আর পালন করবেন না। তখন তার বয়স ছিল ৮৩ বছর। তার নাতনি রাজকুমারী মাকোও তেমনই নিজের জীবনের কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হননি। ছবি: সংগৃহীত
-
সম্রাট আকিহিতোর তিন নাতনি মাকো, কাকো এবং আইকো। নাতি একটিই, ১৪ বছরের রাজকুমার হিসাহিতো। মাকোই এদের মধ্যে বয়সে সবচেয়ে বড়। মাকোর বয়স এখন ৩০ বছর। ছবি: সংগৃহীত
-
সম্রাট আকিহিতোর খুব আদরের নাতনি মাকো। লেস্টার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে গবেষকের কাজ নেন একটি জাদুঘরে। আর তার ৩০ বছর বয়সের প্রেমিক কেই কোমুরো কাজ করেন টোকিয়োর একটি আইন সংস্থায়। খুব একটা উঁচু পদে কাজ করেন তিনি, এমনটাও নয়। ছবি: সংগৃহীত
-
তবে মা, বাবার কাছ থেকে কোমুরোকে কখনো লুকিয়ে রাখেননি রাজকুমারী মাকো। তাদের সঙ্গে অনেক আগেই কোমুরোর আলাপ করিয়ে দিয়েছিলেন রাজকুমারী। ছবি: সংগৃহীত
-
কোমুরোর সঙ্গে মাকোর প্রথম দেখা ২০১২ সালে। মাকো তখন রাজপরিবারের প্রথা ভেঙে টোকিওার ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। সেখানেই দু’জনের আলাপ। ছবি: সংগৃহীত
-
মাকোর ছিল বৈভবে ভরপুর জীবন। ঠিক তার উল্টো ছিল কোমুরোর জীবন। একা মায়ের কাছেই বড় হওয়া তার। আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। কোমুরোর পড়াশোনার খরচ অনেকাংশে বহন করেছিলেন মায়ের প্রাক্তন প্রেমিক। টোকিও পর্যটন শিল্পের জন্য কাজ করেও উপার্জন করতেন কোমুরো। ছবি: সংগৃহীত
-
চার বছর আগে বিয়ের পাকাপাকি সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলেন তারা। তা নিয়ে হইচই পড়ে গিয়েছিল জাপানজুড়ে। ভালোবাসার টানে বরাবরের জন্য প্রাসাদ ছেড়ে রাজকুমারী চলে যাবেন সাধারণ মধ্যবিত্ত পরিবারে, মন থেকে অনেকেই এটা মেনে নিতে পারছিলেন না। ছবি: সংগৃহীত
-
২০১৭ সালে তাদের বাগদান হয়েছিল। সম্প্রতি তারা আনুষ্ঠানিক বিয়েও করলেন। নিয়ম অনুযায়ী, সাধারণ পরিবারে বিয়ে করায় রাজপরিবারের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছেদ করতে হয় মাকোকে। রাজ পরিবারের ১০.৩ লাখ ডলার সম্পত্তিও আর দাবি করবেন না তিনি। জাপানের রাজপরিবারের ঐতিহ্য আর প্রথা মেনে বিয়ের কোনো রীতিও পালন হয়নি। ছবি: সংগৃহীত
-
প্যাস্টেল রঙের ফুলহাতা পোশাক আর হাল্কা মুক্তোর গয়না পরে নিজের বাড়ি ছাড়েন মাকো। মেয়েকে বিদায় জানাতে রাজপ্রাসাদের দরজা পর্যন্ত এসেছিলেন মাকোর বাবা, জাপানের বর্তমান সম্রাট নারুহিতোর ভাই, যুবরাজ ফুমিহিতো। ছিলেন মাকোর মা যুবরানী কিকো কাওয়াশিমা এবং বোন কাকো-ও। ছবি: সংগৃহীত