দেশে দেশে বাজ খেলা

প্রকাশিত: ০১:৪৬ পিএম, ০৩ জুলাই ২০২১ আপডেট: ০১:৪৬ পিএম, ০৩ জুলাই ২০২১

ধূ-ধূ মরুভূমি। মাথার ওপর আগুন ছড়াচ্ছে নির্দয় সূর্য। উঁচু একটা বালির ঢিবির ওপর এসে দাঁড়িয়েছে লোকটা। পরনে তার আরবদের চিরাচরিত পোশাক। চারিদিকে সর্তক নজর বুলালো যাযাবর বেদুইন। দিগন্ত বিস্তৃত বালির সাগরে নড়ে-চড়ে উঠলো কী যেনো? ওটা কি? বাঁ হাতটা সামান্য উপরে উঠলো তার। এমনই বাজ খেলার দৃশ্য। এই বাজ খেলা নিয়ে লিখেছেন শেখ আনোয়ার।