শিক্ষকদের শ্রদ্ধা জানাতে পারেন যেভাবে
প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমরা শিক্ষকদের কাছে ঋণী। তাই এ দিবসে আমরা শিক্ষকদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে পারি। জেনে নিন যেভাবে তাদের শ্রদ্ধা জানানো যায়।
-
প্রতি বছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস।
-
হাতে বানানো কার্ড আর এক গোছা ফুল: নিজের হাতেই কাগজ কেটে বানিয়ে নিতে পারেন কার্ড। তাতে পছন্দের বার্তা লিখুন। আর ফুল তো যে কোনও মানুষেরই ভাল লাগে। এছাড়াও যে কোনও অনুষ্ঠানেই ফুল দেওয়া যায়। তাই প্রিয় শিক্ষককে কার্ডের সঙ্গে উপহার দিন এক গোছা ফুল। আর যদি তাঁর পছন্দের ফুল জানা থাকে তাহলে তো সেই ফুলের গোছাও দিতে পারেন।
-
কফি মগ: যে কোনো ই-কমার্স সাইটে সার্চ করলেই পাবেন এই গিফটের প্রচুর কালেকশন। শীতের সকালে বা সন্ধ্যায় এক মগ উষ্ণ পছন্দের পানীয় সময়টা বদলে দেয়। নানান ধরনের মজার মজার ক্যাপশন বা প্রিন্টের কফিগন পাওয়া যায় সর্বত্র। আর যার জন্য আপনি এই উপহার নেবেন তিনি যদি চা বা কফি পছন্দ করেন, তাহলে আপনার এই উপহার দেয়া স্বার্থক।
-
রঙিন ডায়েরি ও পেন: বাজারে কিংবা অনলাইনে এখন নানা ধরনের রঙিন ডায়েরি কিনতে পাওয়া যায়। শিক্ষকরা বইপত্রের মধ্যে থাকতেই ভালবাসেন। তাই রঙিন ডায়েরি পেলে তাঁরা খুশি হবেন। আর সঙ্গে একটি পেন।
-
ফোন অ্যাকসেসরিজ: ব্যাক কভার, পপ-আউট সকেট বা পাওয়ার ব্যাংক উপহার হিসেবে বেশ ভালো আর বাজেটেও চলনসই।
-
গাছ: শিক্ষকদের হাতে একটা করে গাছ তুলে দিতে পারেন। গাছ খুবই সন্মানজনক উপহার।
-
চকোলেট: চকোলেটের মতো মিষ্টি উপহার আর কিছু হয় না। খেতেও মিষ্টি। দেখতেও মিষ্টি।