করোনায় ব্যবসা মন্দায় হোটেলের সুইমিং পুলে হচ্ছে মাছ চাষ
করোনায় বিশ্বব্যাপী অসংখ্য মানুষের পেশা বদলে যাচ্ছে। অনেক ব্যবস্যায় মন্দা যাচ্ছে। হোটেল ব্যবসাতেও এই হাওয়া লেগেছে। একটি হোটেলের সুইমিং পুল, তা আজ হয়ে গেল মাছ চাষের স্থান। জেনে নিন সেই হোটেলটি সম্পর্কে।
-
বিলাসবহুল হোটেল। এক সময় সেই হোটেলের সুইমিং পুলে বিদেশি পর্যটকদের ভিড় থাকত। তবে সেসব লকডাউন পর্বের আগের কথা। লকডাউনের পর থেকেই হোটেল ফাঁকা। শুনশান লন, পুল। কবে সব স্বাভাবিক হবে কেউ বলতে পারছে না। হোটেল ব্যবসায়ীদের মাথায় হাত। ব্যবসা বন্ধ হওয়ার মুখে অনেকেরই।
-
ভারতের কেরালার তিরুবনন্তপূরমের এক বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে এখন মাছ চাষ হচ্ছে। লকডাউনের জেরে বহু মানুষ কাজ হারিয়েছেন। অনেকেই পেশা বদলাতে বাধ্য হয়েছেন। তবে এই হোটেল হয়তো পেশা বদলের নজির গড়েছে।
-
ভারতের কেরালার তিরুবনন্তপূরমের এক বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে এখন মাছ চাষ হচ্ছে। লকডাউনের জেরে বহু মানুষ কাজ হারিয়েছেন। অনেকেই পেশা বদলাতে বাধ্য হয়েছেন। তবে এই হোটেল হয়তো পেশা বদলের নজির গড়েছে।
-
৫০০ ফুট লম্বা সুইমিং পুলে এখন pearl spot fishes চাষ করছেন হোটেল মালিক। লকডাউনে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন তিনি। ব্যবসা প্রায় বন্ধ হতে বসেছিল। কিন্তু তিনি বুদ্ধি করে হোটেল টিকিয়ে রেখেছেন।
-
হোটেল মালিক সুরেন্দ্রন জানিয়েছেন, এই মাছ বড় হতে মোটামুটি আট মাস মতো সময় লাগে। তবে তিনি ইতিমধ্যে লাভের মুখ দেখতে শুরু করেছেন। সঠিক সময় পেশা বদল করা ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। এমনই জানিয়েছেন সুরেন্দ্রন।
-
pearl spot fishes দক্ষিণ ও মধ্য ভারতে জনপ্রিয়। সুরেন্দ্রন জানিয়েছেন, নভেম্বর নাগাদ তিনি প্রায় ২৯ লাখ টাকার মাছ বিক্রি করতে পারবেন। তাতে তার ক্ষতি পূরণ হবে না। তবে কোনো রকমে রিসোর্ট বাঁচিয়ে রাখা যাবে।