চীনের দৃষ্টিনন্দন ৫ মসজিদ
বিশাল আয়তন ও জনসংখ্যার দেশ চীন। বিশ্ব সভ্যতার অসংখ্য নিদর্শন রয়েছে এ দেশটিতে। রয়েছে বিভিন্ন ধর্মীয় স্থাপনাও। মুসলমানদের উপাসনালয় মসজিদ আছে এ দেশে। দেখুন চীনের প্রাচীন নজরকাড়া ৫টি মসজিদ।
-
নিজুই মসজিদ: এই মসজিদটি চীনের অন্যতম প্রাচীন মসজিদ। এটি লিও রাজবংশের শাসনামলে (৯৭০-১১২৫) নির্মাণ করা হয়। মসজিদটি চীনের জিংচেন জেলায় অবস্থিত। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা এটি ভ্রমণে আসেন।
-
কাউলুন ইসলামিক সেন্টার মসজিদ: এটি চীনের অন্যতম বড় মসজিদ। এটি চীনের হংকংয়ে টাসিম শা-তে অবস্থিত। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ থেকে আগত মুসলামনরা এটি নির্মাণ করেন। মসজিদটিতে এক সাথে ৩০০০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে।
-
ইডগার মসজিদ: এটি জিনজিয়ান প্রদেশের কাছগারে অবস্থিত। এখানে মুসলমান উইগুর উপজাতির বসবাস।
-
সিয়ান মসজিদ: এটিকে ‘দ্যা গ্রেট মস্ক ইন সিয়ান’ বলা হয়। এটি উত্তর চীনের শানসি প্রদেশের অবস্থিত। সিয়ান মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় ৭৪২ সালে। এটি চাইনিজ ও মুসলিম স্থপত্যে মিশেলে নির্মাণ করা হয়।
-
ডংগুন গেইন্ট মসজিদ: এটি পশ্চিম চীনের চিংহাই প্রদেশের জিনিংয়ে অবস্থিত। এই মসজিদটিতে এক সঙ্গে ৩০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারে। ডংগুন গেইন্ট মসজিদটি ইসলামিক সেন্টর হিসেবেও ব্যাপক পরিচিত।