ছবিতে দেখুন এবার করোনার মাঝে যেভাবে হজ পালন হচ্ছে
আজ পবিত্র হজ। ১৪৪১ হিজরির ৯ জিলহজ মুসলিম উম্মাহকে হজ পালনে ঐতিহাসিক এ ময়দানে উপস্থিত হতে হয়। তবে এবারে হজ করোনার কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে।
-
মুসলিম সম্প্রদায়ের ঐক্যের প্রতীক ও ঐতিহ্যবাহী সম্মিলন হলো হজ। প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ এড়াতে এবছর খুবই সীমিত পরিসরে হজের অনুমতি দিয়েছে সৌদি আরব। ছবি: সিএনএন
-
সামাজিক দূরত্ব মেনে পালন করা হচ্ছে হজের আনুষ্ঠাকিতা। ছবি: সিএনএন
-
অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালনের সময় যেমন-নামাজ ও কাবা শরিফ তাওয়াফ করার সময় সামাজিক দূরত্ব (এক হাজি থেকে আরেক হাজির মধ্যকার দূরত্ব দেড় মিটার হবে) বজায় রাখতে হবে। ছবি: সিএনএন
-
সীমিত সংখ্যক হাজি মিনা, মুজদালিফা ও আরাফাতে যাওয়ার অনুমতি পাবেন। ছবি: সিএনএন
-
সৌদি কর্তৃপক্ষ এক হজ পালনকারীকে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্রদান করেছেন। ছবি: সিএনএন
-
সুখ, শান্তি ও মুসলিম উম্মাহর মুক্তি কামনা করছেন হাজিরা। ছবি: সিএনএন