পৃথিবীর বিপজ্জনক ৫ রাস্তা
উন্নতির চরম শিখরে যাওয়া পৃথিবীর বিভিন্ন স্থানে এখনও রয়েছে অনেক বিপজ্জনক রাস্তা। জেনে নিন কোন স্থানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাস্তা।
-
হিমালয়ের রাস্তা: এই রাস্তাটি নাম ‘হিমালয়ের রাস্তা’। এই রাস্তায় চলতে গিয়ে একটু ভারসাম্য হারালেই পথচারীর নিশ্চিত মৃত্যু।
-
চীন সুড়ঙ্গ: সুড়ঙ্গের ভিতর দিয়ে নির্মিত এই রাস্তাটির দৈর্ঘ ১২০০ মিটার। ৫ বছর সময় ধরে এই রাস্তাটি তৈরি করেছে চীন। বিপদ জনক এই রস্তাটি দিয়ে প্রতিদিন জীবন জীবীকার তাগিদে অনেক মানুষ চলাচল করে।
-
মৃতুর রাস্তা: প্রতিবছর এই রাস্তায় চলাচল করতে গিয়ে প্রায় ২০০ জন মানুষ প্রাণ হারায়। বলিভিয়ার দীর্ঘ রাস্তাটিকে তাই ‘রোড অব ডেথ’ বা মৃতুর রাস্তা বলা হয়ে থাকে।
-
কারাকোরাম হাইওয়ে: এই রাস্তাটি পাকিস্তান ও চীনের মধ্যে সংযোগ স্থাপন করেছে। ১৬ হাজার ফুট দীর্ঘ এ রাস্তাটি বিশ্বের ভয়ানক বিপজ্জনক রাস্তার মধ্যে অন্যতম।
-
ডাল্টন হাইওয়ে: এই রাস্তাটি আলাস্কার জনশূন্য এলাকায় অবস্থিত। এই রাস্তা পার হতে গিয়ে এ যাবৎ অনেক মানুষ প্রাণ হারিয়েছে।