বিশ্বের সবচেয়ে বেশি ওজনের শিশু
বিশ্বের সবচেয়ে বেশি ওজনের শিশু নিয়ে এই অ্যালবাম।
-
বিশ্বের সবচেয়ে বেশি ওজনের শিশুটি রয়েছে ইন্দোনেশিয়াতে। ১০ বছরের এই শিশুটির বর্তমানে ওজন হচ্ছে ১৯২ কেজি।
-
বিশ্বের সবচেয়ে বেশি ওজনের শিশুটির নাম হচ্ছে আর্য পারম্যানা। শুয়ে শুয়ে মোবাইল নিয়ে খেলছে আর্য।
-
মনের সুখে ঘুমাচ্ছে আর্য। শরীরের ওজন নিয়ে তার চলা ফেরা করতে খুবই সমস্যা হচ্ছে।
-
শরীরের ওজন বেশি হওয়ার কারণে আর্য স্কুলে যেতে পারছে না। ছবিতে হামাগুড়ি দিয়ে চৌবাচ্চার মধ্যে গোসল করতে যাচ্ছে আর্য।
-
তার শরীরের মাপে বাজারে কোনো পোশাকও পাওয়া যাচ্ছে না। তাই অধিকাংশ সময় লুঙ্গি পরে থাকে আর্য।
-
শরীরের ওজন বেশি হওয়ার কারণে আর্য প্রায়াই অসুস্থ থাকে। অসুস্থ হয়ে পড়ায় আর্যকে তার আত্মীয়-সজনরা দেখতে এসেছেন।
-
আর্যর বাবা তাকে নিয়ে খুবই চিন্তিত। কারণ তার ওজন এখনও ক্রমাগত বেড়ে যাচ্ছে। এভাবে ওজন বাড়তে থাকলে তাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। আর্যর ডায়েট কন্ট্রোল করার জন্য বাবা মা চেষ্টা করলেও আর্য খেতে খুবই পছন্দ করে।
-
জন্মের সময় আর্যর ওজন মাত্র সাড়ে তিন কেজি ছিলো। দুই বছর বয়স থেকে তার ওজন অস্বাভিকভাবে বাড়তে শুরু করে।