যে কারণে এভারেস্টের উচ্চতা কমেছে
করোনা মাঝেই এভারেস্টের উচ্চতা মেপেছে নিল চীন। কেন এই সময় চীন নেপালের এভারেস্টের উচ্চতা মাপলো তা জেনে নিন।
-
করোনাভাইরাসের তাণ্ডবে বে গোটা বিশ্বের প্রায় প্রতিটি দেশ অতিষ্ঠ। চীন থেকেই ছড়াতে শুরু করেছিল এই প্রাণঘাতী ভাইরাস। চীনেও বহু মানুষ মারা গিয়েছে। তবে সেখানে এখন লকডাউন উঠেছে। জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। তবে করোনা আবহে চীনের কোনো কাজ কিন্তু আটকে নেই। এবার তারা মাউন্ট এভারেস্টের উচ্চতা মেপে নিল।
-
নেপাল মাউন্ট এভারেস্টের উচ্চতা মেপে বলেছিল, ৮৮৪৮.১৩ মিটার। এবার ২৭ দিন ধরে মাউন্ট এভারেস্টের উচ্চতা মাপতে সার্ভে চালাল চীন। তিব্বতের দিক থেকে চীনের একটি আট সদস্যের দল এভারেস্টের উচ্চতা মাপে।
-
চীনের সেই দল জানিয়েছে, এভারেস্টের উচ্চতা চার মিটার কমে গিয়েছে। এভারেস্টের উচ্চতা এখন ৮৮৪৪.৪৩ মিটার। চীন জানিয়েছে, নেপাল এভারেস্টের উচ্চতা মেপে যে তথ্য দিয়েছিল সেটি ভুল ছিল।
-
১৯৭৫ ও ২০০৫, দুবার এভারেস্টের উচ্চতা মেপেছিল নেপাল। প্রথমবার উচ্চতা বলা হয়েছিল ৮৮৪৮.১৩ মিটার। ২০০৫ সালে বলা হয় ৮৮৪৮.৪৩ মিটার।
-
চীনের আট সদস্যের দলটি এভারেস্টের চূড়ায় ছিল ১৫০ মিনিট। এটাও একটা রেকর্ড হয়ে থাকল। এভারেস্টের চূড়ায় ২০ বর্গ মিটার জায়গায় মার্ক করে ফিরেছে চীনের এই দলটি।