করোনা সংক্রমণ কমে যাওয়া দেশকেও যে কারণে সতর্ক করলো বিশ্বস্বাস্থ্য সংস্থা
সোমবার এক সতর্কবার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যে দেশগুলোতে করোনা সংক্রমণ কমছে, সেখানে 'ঝবপড়হফ ডধাব' বা দ্বিতীয় ধাক্কার সম্ভাবনা প্রবল। জেনে নিন সে সম্পর্কে।
-
চীন, ইউরোপ এমন কী আমেরিকাতেও করোনা সংক্রমণের হার ধীরে ধীরে কমছে। তবে এতে আত্মতুষ্টির কোনো জায়গা নেই বলেই সতর্ক করে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
-
যদি দ্বিতীয় ধাক্কা নাও আসে, তাহলেও বেশ কিছু দেশে ফের একবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে সংক্রমণ।
-
WHO-এর হেলথ এমার্জেন্সি প্রোগ্রাম-এর কর্মকর্তা মাইক রায়ান জানিয়েছেন, এই মুহূর্তে গোটা বিশ্বেই করোনা সংক্রমণ ফার্স্ট ওয়েভ-এর মধ্যবর্তী পর্যায়ে রয়েছে এবং অধিকাংশ দেশেই সংক্রমণের হার কমতে শুরু করেছে। তবে আগামী কিছু দিন এশিয়া এবং আফ্রিকা মহাদেশে সংক্রমণের হার বাড়বে বলেই তিনি সতর্ক করেছেন।
-
বিশ্বের যে দেশগুলোতে করোনা মারাত্মক আকার নিয়েছে, সেখানে একটি পর্যায়ে খুব বেশি সংখ্যক সংক্রমণ এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। এই সময়টিকেই বলা হয় সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছনো বা পিক বলা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলছে, এই 'ফার্স্ট ওয়েভ'-এর মধ্যে 'সেকেন্ড পিক'-এর মুখোমুখি হতে পারে বিশ্ব।
-
সতর্কবার্তায় বলা হয়েছে, যে কোনো মুহূর্তেই এমন পরিস্থিতি আসতে পারে যখন বিশ্বের অনেক দেশেই সংক্রমণের হার এবং মৃত্যুর সংখ্যা বেড়ে যেতে পারে। এমন কী, যে দেশগুলো করোনাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে বলে মনে করা হচ্ছে, তারাও এই তালিকায় থাকতে পারে। এখনো সেকেন্ড ওয়েভ-এর আশঙ্কা কম থাকলেও সংক্রমণের হার যে বৃদ্ধি পাবে, তার ইঙ্গিত মিলতে শুরু করেছে বলেই দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
-
একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, বর্ষা এবং শীতে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। ফলে ওই সময় ফের একবার করোনার জাঁকিয়ে বসার সম্ভাবনা তৈরি হবে।
-
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে পরামর্শ দেয়া হয়েছে যে, প্রতিটি দেশেরই এখন হাই অ্যালার্ট-এ থাকা উচিত।