কাবা ঘরের ভেতরের দুর্লভ ছবি
বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন ও কিবলা পবিত্র কাবা শরিফ। প্রত্যেক মুসলমানের জীবনে সুপ্ত বাসনা থাকে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর (কাবা) জিয়ারাতের। যা অনেক ব্যয় বহুল। পবিত্র কাবা ঘরের অভ্যন্তরের দুর্লভ ৯ ছবি নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
কাবা ঘরের বাহিরের রুকনে ইয়ামেনি বরাবর ভিতরের কর্ণারের ছবি।
-
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কাবা ঘরের অভ্যন্তরে প্রবেশ করে প্রার্থনা করতেন তার পাশের দেয়ালে মার্বেল পাথরের উপর ক্যালিগ্রাফি।
-
কাবা ঘরের অভ্যন্তরে মেঝেতে স্পটে বিশ্বনবী ইবাদাত করতেন বলে ধারণা করা হয়।
-
কাবা ঘরের তিনটি স্তম্ভের মাঝে ঝুলানো বিভিন্ন ধরনের বাতি।
-
কাবা ঘরের তিনটি স্তম্ভের মাঝে ঝুলানো বাতি কাবা ঘরকে আরো সৌন্দর্য মণ্ডিত করে।
-
ভিতর থেকে কাবা শরীফের দরজা।
-
ভিতর থেকে কাবা শরীফের দরজা।
-
১৩৯৭ হিজরি সনে স্থাপিত স্মারক ফলক। যা বাদশা খালেদ বিন আবদুল আজিজ আল সাউদ স্থাপন করেন।
-
কাবা ঘরের অভ্যন্তরে কারুকার্য ও ক্যালিগ্রাফি খচিত দেয়ালের অংশ বিশেষ।