সমুদ্রে হারিয়ে যেতে পারে যে শহরগুলো
আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমশ সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বাড়ছে। এর কারণে তলিয়ে যেতে পারে পৃথিবীর বিখ্যাত বেশ কয়েকটি শহর। এবার জেনে নিন যেসব শহর পানিতে তলিয়ে যেতে পারে।
-
পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বাড়ছে। আর তাপমাত্রার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে সমুদ্রের পানির স্তর। দক্ষিণ মেরুর উত্তর প্রান্তের ‘এসপ্যারেঞ্জা বেসে’-এর তাপমাত্রাও দ্রুত বাড়ছে। বর্তমানে তা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁয়ে ফেলেছে!
-
সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বেশ কয়েকটি বিষয় নিয়ে গবেষণা চালিয়ে যে তথ্য সামনে পেয়েছেন, তা চিন্তায় ফেলেছে বিশ্বের অসংখ্য পরিবেশ বিজ্ঞানীদের।
-
সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের মতে, সমুদ্রের পানিরস্তর যে গতিতে বৃদ্ধি পাওয়ার কথা, তার চেয়ে বেশ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যেই। এর ফলে প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।
-
বিশেষজ্ঞরা জানিয়েছেন, পানির স্তর এই গতিতে বাড়তে থাকলে ২১০০ সালের মধ্যে এক মিটার (৩৯.৩৭ ইঞ্চি) এবং ২৩০০ সালের মধ্যে তা ৫ মিটার (১৯৭ ইঞ্চি) পর্যন্ত বৃদ্ধি পাবে।
-
যে গতিতে সমুদ্রের পানিস্তর বেড়ে চলেছে তাতে সমুদ্র উপকূলবর্তী জনপদগুলো নিয়েই বেশি চিন্তিত বিজ্ঞানীরা। তাদের আশঙ্কা, নিউইয়র্ক, সাংহাই, মুম্বাইয়ের মতো শহরগুলো প্রবল জলোচ্ছাসের ফলে তলিয়ে যেতে পারে।